নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস পালিত
প্রবাস নিউজ :
আমেরিকা, বাংলাদেশসহ দেশে দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। নিয়মিত মেডিটেশন করলে টেনশন, হতাশা, বিষন্নতা, অস্থিরতা দূর হয়। মাথা ঠান্ডা থাকে, মন হয় প্রশান্ত। এর মধ্য দিয়ে অর্জিত হয় সুস্থতা, সাফল্য, প্রশান্তি। এই বানীকে বিশ্বময় ছড়িয়ে দিতেই গত ২১ মে রোববার পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস।
নিউইয়র্কে দিবসটি পালন উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করে কোয়ান্টাম সোসাইটি কুইন্স।
২১ মে সকালে কোয়ান্টাম সোসাইটি কুইন্সের দায়িত্বশীল শামীম আহমেদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারির শুভেচ্ছা বাণীর অডিও শোনানো হয়।
এ সময় যোগ ব্যায়ামের আসন উজ্জীবন অনুশীলন ও সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন প্রত্যয়ন পাঠ করানো হয়।
বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার অগ্রপথিক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শহীদ আল বোখারি মহাজাতক মেডিটেশন দিবস উপলক্সে রেকর্ডেড বক্তব্য প্রদান করেন এবং দিবসটি উপলক্ষে অংশগ্রহনকারীদের বিশেষ মেডিটেশন করান।
এ আয়োজন উপলক্ষে বক্তৃতাকালে কোয়ান্টাম সোসাইটি কুইন্স এর মোমেন্টিয়ার অধ্যাপক ইমাম উদ্দীন চৌধুরী বলেন, শারিরিক, মানসিক, সামাজিক ও আত্মিক ফিটনেস এর জন্য সারা পৃথিবীর মানুষের মধ্যে মেডিটেশনের বাণী ছড়িয়ে দিতে হবে। এছাড়া আরও বক্তব্য রাখেন দায়িত্বশীল তানভীর তমাল।
মানুষকে টেনশন, হতাশা, বিষন্নতা ও অস্থিরতা মুক্তি দিতে জাতিসংঘ ২১ মে দিনটিকে বিশ্ব মেডিটেশন দিবসের স্বীকৃতি দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ব্রঙ্কস এবং কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি নিউইয়র্ক ভিন্ন ভিন্ন লোকেশনে বিশ্ব মেডিটেশন দিবসের পালনের আয়োজন করে।
বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কোয়ান্টাম দুই’শর বেশি স্থানে মেডিটেশন দিবস পালনের আয়োজন করে কোয়ান্টাম।
উল্লেখ্য, নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমে সুস্বাস্থ্য, সাফল্য প্রশান্তি অর্জনের জন্য মানুষকে উৎসাহী করে তুলতে গত ত্রিশ বছর ধরে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
বিশ্ব মেডিটেশন দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ।
- GOVERNOR HOCHUL SIGNS LEGISLATION TO
PROTECT LOW-INCOME NEW YORKERS FROM FRAUD - ব্রঙ্কসে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বারবিকিউ পার্টি অনুষ্ঠিত
- কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মতবিনিময়
- জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- ম্যানহাটনে তিন নারী ছুরিকাহত
- ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের অবসান চায় বাংলাদেশ
- নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- জাতিসংঘে স্থায়ী মিশনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
নারী জাগরণ ও ক্ষমতায়নের অগ্রদূত শেখ হাসিনা - বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ইমিগ্রেশনে উত্তম সেবার সংকল্পে জ্যাকসন হাইটসে অ্যাটর্নি রুমা