ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

ম্যানহাটনে তিন নারী ছুরিকাহত

প্রবাস নিউজ :

প্রকাশিত: ১৯:১০, ২০ জুন ২০২৩  

নিউইয়র্ক সিটির ম্যানহাটন সাবওয়েতে তিন নারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। রোবাবর আপার ইষ্ট সাইডের সাবওয়েতে দুই নারীর ওপর ছুরির হামলা করা হয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লোয়ার ম্যানহাটনে আরেক নারী হামলার শিকার হন।
তিনজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারী। সম্প্রতি সাবওয়েতে হামলা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা।
বিকেল সাড়ে ৪টার দিকে নিউইয়র্ক ম্যানহাটেনর ৮৬ স্ট্রিট এবং  লেক্সিনটন এভিনিউতে মাত্র কয়েক মিনিটের মধ্যে তিন নারী হামলার শিকার হন।
ঘটনার পরপরই হামলাকারীকে ধরতে জোর তৎপরতা শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে আপার ইষ্ট সাইডের সাবওয়েতে ১৯ বছর বয়সী এক নারীর পায়ে ছুরিকাতঘাত করা হয়। একই স্টেশনে ৪৮ বছর বয়সী আরেক নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্দেহভাজন হামলাকারী।
এর মাত্র ১৭ মিনিট পর পুলিশের কাছে খবর আসে লোয়ার ম্যানহাটনের ব্রুকলিন ব্রিজ সিটি হল স্টেশনে ২৮ বছর বয়সী আরেক নারী হয় ছুরকাঘাতের শিকার। রক্তাত্ত অববস্থায় তাদের উদ্ধার করে হাপাতালে ভর্তি করা হয়েছে।
ওই তিন নারীকে ছুরিকাঘাতের ঘটনার সাথে কোন যোগসুত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় সাবওয়েতে চলাচালকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। তারা মনে করেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী।

নিউইয়র্কের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়