২ দিনব্যাপী ডিসি বইমেলা শুরু
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই দিনব্যাপী চতুর্থ বইমেলা শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও অভিনেতা মামুনুর রশিদ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে যে অভিবাসীরা আছেন তাদের মধ্যে বাংলা ভাষা বেঁচে থাকবে। যতদিন পৃথিবীতে অভিবাসন থাকবে ততদিন পর্যন্ত বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি জীবন্ত হয়ে থাকবে। আর তা আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, কানাডাসহ সর্বত্র।
তিনি বলেন, বাংলা ভাষা প্রাণবন্ত ও জীবিত আছে এবং থাকবে। আগামীতে এই মেলা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং আমাদের দ্বিতীয় প্রজন্ম এই মেলার সঙ্গে যুক্ত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। তিনি বলেন, সমৃদ্ধ বাংলা ভাষা ও সাহিত্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এ জন্য বাংলা ভাষা চর্চা ও অনুশীলনের পাশাপাশি নিয়মিত বইমেলার আয়োজন করতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলার আহ্বায়ক দোস্তগীর জাহাঙ্গীর, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার এবং বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক সরকার কবির উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক ও সাহিত্যিক ড. নুরুন্নবী, বইমেলার প্রধান সমন্বয়ক ড. নজরুল ইসলাম প্রমুখ।
এর আগে বইমেলায় আগত বিপুল সংখ্যক দর্শনার্থী এক মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
পুস্তক প্রদর্শনী ছাড়াও বইমেলায় লোকজ অনুষ্ঠান, ছোটদের পরিবেশনা ও চিত্রাঙ্কন আসর, ছড়া, কবিতা আবৃত্তি, গান, গানের ছোঁয়ায় কবিতা, নৃত্য, মনিপুরি নৃত্য, বই পরিচিতি, নাটক, কর্মশালা ইত্যাদি অনুষ্ঠিত হয়।
বইমেলায় ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকে বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
- GOVERNOR HOCHUL SIGNS LEGISLATION TO
PROTECT LOW-INCOME NEW YORKERS FROM FRAUD - ব্রঙ্কসে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বারবিকিউ পার্টি অনুষ্ঠিত
- কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মতবিনিময়
- জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- ম্যানহাটনে তিন নারী ছুরিকাহত
- ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের অবসান চায় বাংলাদেশ
- নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- জাতিসংঘে স্থায়ী মিশনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
নারী জাগরণ ও ক্ষমতায়নের অগ্রদূত শেখ হাসিনা - বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ইমিগ্রেশনে উত্তম সেবার সংকল্পে জ্যাকসন হাইটসে অ্যাটর্নি রুমা