ব্রঙ্কসে মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক কমান্ডের বিজয় দিবস উদযাপন 

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৭:০২ এএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

যথাযোগ্য মর্যাদায় ৫৩তম মহান বিজয় দিবস উদযাপন করেছে মুক্তিযোদ্ধা সংসদ  নিউইয়র্ক স্টেট কমান্ড। এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মুক্তেযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।
গত ১৬ ডিসেম্বর শনিবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো: আব্দুস ছালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী রবি-উজ-জামান।
বেলা সাড়ে ১২টায় বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের ১ পর্বের সুচনা করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ডা. নূরান নবী, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মেজর( অব:) মনজুর আহমেদ বীর প্রতীক।
এরপর উপস্হিতি বীর মুক্তিযোদ্ধা, লেখক, অধ্যাপক, একে একে তাদের অনুভুতি ব্যক্ত করেন।
অনুস্ঠানের ২ য় পর্ব শুরু হয় ২টায়। শুরুতে একেএকে সকল অতিথিকে পরিচয় করে দেয়া হয়। কোরআন তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, গীতা পাঠ করেন ঠাকুর রতন চক্রবর্তী।
এরপর বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত সমস্বরে উচ্চারিত হয়।
অনুস্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জাহানগীর আলম- তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সকলের সহযোগিতায় আপনাদের সামানে এ আয়োজন উপস্হাপন করছি, আজ বিজয় দিবসে সকলে একএে বলি মহান বিজয় দিবস সফল হউক।
এতে প্রথম পর্বের অতিথিরা ছাড়াও সন্মানিত অতিথি ছিলেন ডা: মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথী হিসাবে উপস্হিত ছিলেন সিনেটর নাথালিয়া ফার্নান্ডজ।
অনুষ্ঠানে যারা বিভিন্ন দায়িত্ব পালন করেন:
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি (সার্বিক তত্বাবধানে)
বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান ( প্রধান সমন্বয়কারী)
 বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সী (আহ্বায়ক)
বীর মুক্তিযোদ্ধা জাহানগীর আলম (সদস্য সচিব)
বীর মুক্তিযোদ্ধা এম. এ নাসির কমান্ডর ( অর্থ) 
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ( প্রচার)

বিশেষ অতিথী :
ডা. জিনাত নবী
বিজয় কৃষ্ন সাহা
আয়শা সিদ্দিকা
আব্দুর রহিম বাদশা
সিরাজ উদ্দিন সোহাগ
সালেহ আহমেদ সাল, পার্কচেস্টার রিয়েলিটি
হাসান আলী
বিজয় কৃষ্ন সাহা
সাইদুর রহমান লিংকন (সভাপতি ) হৃদয় বাংলাদেশ 
ইন্জিঃ আব্দুল খালেক, প্রেসিডেন্ট, সারা হোম কেয়ার
নাসির উদ্দিন চিনু ( সাবেক চেয়ারম্যান)
মোস্তাক চৌধুরী ( সাবেক চেয়ারম্যান)
রেদওয়ানা রাজ্জাক সেতু , সারা হোম কেয়ার
রোকন হাকিম ( ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক) জালালাবাদ এ্যাসোসিয়েসন ইউ.এস.এ ইনক,মিয়া মোহাম্মদ দাউদ, সভাপতি, কুমিল্লা সমিতি ইনক, আবুল খায়ের আকন্দ ( সভাপতি) আন্তর্জাতিক মার্তৃভাষা পরিষদ

উপস্হিত ছিলেন-
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মুজিবর রহমান
বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ
বীর মুক্তিযোদ্ধা নূর তফাদার
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ ভুঁইয়া
বীর মুক্তিযোদ্ধা আবু জাফর
বীর মুক্তিযোদ্ধা হামিদুজ্জামান
বীর মুক্তিযোদ্ধা শেখ খলিলুর রহমান
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান
বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন
বীর মুক্তিযোদ্ধা মনসুর রহমান 
বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন নাছিম, 
বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সভাপতি, ধানমন্ডি আওয়ামীলীগ।তোফায়েল চৌধুরী, খবির উদ্দিন ভুঁইয়া, অধ্যাপক সানা উল্লাহ, লালদার হোসেন, বিল্লাল ইসলাম,বাবু শ্যামল কান্ত চন্দ, শামীম আহম্মেদ, জামাল উদ্দিন আহম্মেদ কাওছার (চেয়ারম্যান), গণেশ ভৌমিক, সমিএা সেন, কাজীরুল ইসলাম শিপন, ইকবাল আহম্মেদ, সুবেদর (অবঃ) সফিক উল্লাহ, কর্পোরাল ( অবঃ ) আব্দুল মতিন, মন্জু চকদার, বাবু সুনিল চন্দ ভৌমিক
ম্যাগাজিন মোড়ক উম্মেচন পর্বে  কবি আবু তাহের চৌধুরী (সম্পাদক) ও কবি সুধাংশু কুমার মন্ডল (উপ সম্পাদক) প্রধান অতিথীর বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী কাছে ম্যাগাজিন ‘সূর্য্য উদয় ২০২৩’ তুলে দেন। বিপুল করতালীর মাধ্যমে মোড়ক উম্মেচিত হয়।
মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন মায়া এ্যান্জেলিনা। সাউন্ডে সহায়তা করেন সৈয়দ ফয়েজ।
কবিতা পাঠ করেন ফিরোজ শরীফ, দেশাত্ববোধক গান পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা এম.এ নাসির। সঙ্গীত পরিবেশন শিল্পী রাশেদ হিরা, ন্যান্সী, আনোয়ার।
মোস্তাকুর রহমান লিটন,রেজাউল হক রুহেল।
রাজ্জাক মোহাম্মদ, জামাল আহম্মেদ বক্স, মোহাম্মদ বাদল,শহিদুল ইসলাম, ভবেশ রয়, বিভূতি রায়, সুনিল অধিকারী, প্রদীপ কুমার বৈদ্য, শফিকুর রহমান 
শহিদুল্লাহ চৌধুরী,আশিকুল হক,এস.এম মিজানুর রহমান, শেখ আনসার আলী, ফেরদৌস হোসেন আইয়ুব, আব্দুল সত্তার, ইসলাম খন্দকার, মনোরন্জন পন্ডিত, ডা: মোক্তার আহম্মেদ,  আজম খান, আশ্রাফ আলী, আফজাল, আঃ হালিম, মেসবাহ, মীর উল্লা সুমন
মাকসুদা আহমেদ, মফিজ উদ্দিন মাছুম, সরাফ উদ্দিন পাটোয়ারী স্বপন, জাহানগীর হোসেন, শহিদুল হক, ভবেশ রায়, সুনিল ভৌমিক, আমিনুল ইসলাম চৌধুরী, আব্দুল করিম মিয়া, হীরা লাল দাস, রন্জিত কান্ত রায়,
সাইফুল ইসলাম, মোঃ তোজাম্মেল হক ,নবী হোসেন প্রধান, আজিজুল হক, লুৎফুর রহমান, এম.ডি আকরাম হোসেন , মকবুল মিয়া , আশিষ কুমার বিশ্বাস
স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করেন-
নুরুল ইসলাম মিলন, সেলিম রেজা, মাইজুর লস্কর জুয়েল, নূরুল আম্বিয়া, বদরুল হক, মকবুল মিয়া।
মুক্তিযোদ্ধা সন্তান : কাজী রবিউজ্জামান, রজত ঘোষ বাপ্পী, এস. এম মঈনুল, জিল্লুর রহমান।
 
বিশেষ অতিথী বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ সাধারন সম্পাদক বঙ্গমাতা পরিষদ, ইউ.এস.এ ইনক,
আয়োজক কমিটির মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি (সার্বিক তত্বাবধানে), বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সী (আহ্বায়ক), 
আব্দুর রহিম বাদশা ( কমিউনিটি এক্টিভিস্ট), শামীম আহমেদ ( কমিউনিটি এক্টিভিস্ট), 
সিনেটর নাথালিয়া ফার্নান্ডজ, ৩৪ সিনেট ডিস্টিক,
সন্মানিত এ্যামান্ডা ফারিস, সিটি কাউন্সিল মেম্বর, ১৮ ডিস্টিক ব্রঙ্কস এর পক্ষে এ্যানথোনি রোজারিও বক্তব্য রাখেন।
বীর মুক্তিযোদ্ধা মেজর ( অব:) মনজুর আহম্মেদ, বীর প্রতীক।
প্রধান অতিথী বীর মুক্তিযোদ্ধা ডা. নূরুন নবী একুশে পদক প্রাপ্ত লেখক- 
অত:পর সভার সন্মানিত সভাপতি জনাব হাজী মো: আব্দুস ছালাম ভারপ্রাপ্ত কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড NY inc  সমাপনী বক্তব্য দেন।