হৃদয়ে বাংলাদেশের ইফতার ও স্বাধীনতা দিবস পালন
প্রবাস নিউজ ডেস্ক :
প্রবাস নিউজ
প্রকাশিত : ০২:৫৪ এএম, ২৯ মার্চ ২০২৪ শুক্রবার
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে নিউইয়র্কের অতি পরিচিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ। সেইসাথে ইফতার পার্টিরও আয়োজন করে সংগঠনটি। এ উপলক্ষে মঙ্গলবার ব্রঙ্কসের স্টার্লিং এ এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক কামরুজ্জামান ফয়েজের উপস্থাপনায় ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমুউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান এন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশী আমেরিকান কালচারাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ এথলেটিক ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টু, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ ইসলাম মামুন প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বাঙালি জাতিকে বিশ্বসভায় উচ্চমর্যাদায় তুলে ধরতে এর কোন বিকল্প নেই। তারা বলেন, জাতির জনকদের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদেরও কাজ করতে হবে। বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত করতে প্রবাসীরাও কাজ করতে পারে। তারা যদি তাদের স্ব-স্ব অভাবী এবং দরিদ্র আত্মীয় স্বজনদের সাবলম্বী করার দায়িত্ব নেয়, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে।
এর আগে বিশ্ববাসীর শান্তি ও সংহতি কামনা, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।