মালদ্বীপ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ০১:০২ এএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসীকে কারও প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হয়ে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৩০ জুলাই) মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আমাদের সকলের এবং সকলে মিলে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা সকলে মালদ্বীপে বৈধভাবে কাজ করে মাথা উঁচু করে থাকব।
বৈশ্বিক শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সকল প্রবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি একজন প্রবাসী অবৈধ কাজ করে তার প্রভাব বাকি সব প্রবাসীর ওপর পড়বে।
এছাড়া কেউ যাতে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার না করে সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন হাইকমিশনার। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের পরস্পরের সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাওয়ারও অনুরোধ জানান তিনি।
দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ তার বক্তব্যেও প্রবাসীদের মালদ্বীপের আইন মেনে কাজ করার আহ্বান জানান। একই সাথে অবৈধ কাজ যেমন মাদক, ডলার ব্যবসা ইত্যাদি থেকে বিরত থাকার অনুরোধ জানান। তিনি বলেন, মালদ্বীপ ইমিগ্রেশনে নিয়ম অনুযায়ী ওয়ার্ক ভিসাতে এসে অবৈধভাবে কোন ব্যবসা করা যাবে না।
সভায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামিলীগের সভাপতি দুলাল মাতবর। তিনি কোন ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেন। মালদ্বীপে কোনো ধরনের বেআইনি সমাবেশ ও মিছিলমিটিং না করার জন্যও অনুরোধ করেন তিনি।