আইটি উদ্যোক্তা থেকে ইসলামি বইয়ের লেখক
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার
করোনা মহামারির সময় লকডাউনে যখন সব কিছু বন্ধ প্রবাস থেকে দেশে ফিরে ঘরবন্দী হয়ে কিছু একটা করার তাগিদ অনুভব করেন এসএম নাজিম। শুরু করেন অনলাইনে সফটওয়্যার ই-কমার্স ওয়েবসাইটসহ বিভিন্ন আইটি নির্ভর ব্যবসা।
'পিপীলিকার সূর্য দর্শন' বইয়ের ২০টি অধ্যায়ে স্রষ্টার সৃষ্টি, বিশ্বজগত, সৃষ্টির রহস্যসহ মানুষের ইহকাল ও পরকালীন জীবন নিয়ে আলোচনা করা হয়েছে।
সেই সঙ্গে গড়ে তোলেন নিজের একটি আইটি প্রতিষ্ঠান সফটওয়্যার কোম্পানি। কিছু লোকের কর্মসংস্থানও হয় সেখানে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে তার বই 'পিপীলিকার সূর্য দর্শন'।
বইটির সম্পর্কে লেখক জানান, করোনা মহামারির সময় থেকে তিনি পবিত্র কুরআন ও ইসলামিক বিষয় নিয়ে পড়াশোনা ও লেখালেখি শুরু করেন। এরপর ইসলামিক বিভিন্ন বিষয় ও মানুষের জীবন ও জীবনের দর্শন নিয়ে বইটি রচনা করেন।
লেখক বর্তমানে ঢাকার একটি আইটি কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। পাশাপাশি পবিত্র কুরআন নিয়ে গবেষণা ও লেখালেখি করছেন। সামনে তার আরেকটি বই প্রকাশিত হবে বলে জানান লেখক এসএম নাজিম।
'পিপীলিকার সূর্য দর্শন' বইটি প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ। লেখক জানান, নতুন বই প্রকাশিত হওয়ার দুই মাসের মধ্যেই প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে।
প্রকাশনা প্রতিষ্ঠান পাইওনিয়ার পাবলিকেশন্স জানিয়েছে, এরই মধ্যে তারা বইটির দ্বিতীয় সংস্করণ বাজারে আনার জন্য পাঠক চাহিদার কথা মাথায় রেখে আগের চেয়ে দ্বিগুণ কপি ছাপাচ্ছে।