মালয়েশিয়ার মেলাকায় প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০২:৪৬ এএম, ৪ আগস্ট ২০২৪ রোববার

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। শুক্রবার (২ আগস্ট) কুয়ালালামপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ডি ক্যানস সার্ভিসেস এসডিএন বিএইচডির ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় তিনি সেখানে কর্মরত প্রবাসীদের বেতন, থাকার জায়গাসহ বিভিন্ন সুবিধা এবং সমস্যা নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, বৈধপথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সবাইকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে দেশবিরোধী অপপ্রচারে কান না দেওয়ার এবং অপপ্রচারকারীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।

মালয়েশিয়ার মেলাকায় প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

 

হাইকমিশনার সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের আলাদা একটা সুনাম রয়েছে যা কাজের মাধ্যমে এরই মধ্যে তারা প্রমাণ করেছেন। তিনি সবাইকে মালয়েশিয়া সরকারের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান।

ডি ক্যানস সার্ভিসেস এসডিএন বিএইচডির সিনিয়র মানবসম্পদ নির্বাহী ডায়াং রোজিয়াহ বাংলাদেশের কর্মীদের কর্মদক্ষতা এবং আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

মালয়েশিয়ার মেলাকায় প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মতবিনিময়কালে হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় হাইকমিশনার সিনিয়র মানবসম্পদ নির্বাহীকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।

মতবিনিময় শেষে হাই কমিশনার ডি ক্যানস সার্ভিসেস এসডিএন বিএইচডির ফ্যাক্টরির কার্যক্রম ঘুরে দেখেন। হাইকমিশনারের সঙ্গে নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা বলতে পেরে প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ডি ক্যানস সার্ভিসেস এসডিএন বিএইচডির মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ফাইজলুয়াই, হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।