প্রবাসীদের বিজয় উল্লাসে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রত্যয়

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৩:১০ এএম, ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

শেখ হাসিনার পলায়ন ও তার সরকার পতনে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে ও মালয়েশিয়ার মারদেকা স্কয়ারে সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে।

এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যাক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের পতাকা হাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করে।সোমবার (৫ আগস্ট) সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে, একে অপরকে মিষ্টি খাওয়ায়ে বিজয় উল্লাস করতে দেখা যায়।

প্রবাসীরা বলেন, বিশ্বাস হচ্ছে না। কী যে শান্তি লাগছে, বোঝাতে পারব না। বিশ্বাস করতে আরও কিছু সময় লাগবে। তবে এবার দেশে দ্বিগুণ পরিমাণ রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করে প্রবাসীরা বলেন, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে বৈধপথে টাকা বিদেশ থেকে দেশে রেমিট্যান্স হিসেবে পাঠানো। আমাদের প্রত্যেয়, পাঠাও রেমিট্যান্স, বাঁচাও দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।