খাবারের পর এবার শিক্ষার্থীদের ছাতা উপহার দিল বিসিবি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০১:৩৪ এএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার

ট্রাফিকের নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের দুইদিন আগে খাবার দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তাদের ছাতা উপহার দিল বিসিবি।

রাজধানীর সড়কে ট্রাফিকের নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের ছাতা উপহার দিল বিসিবি।

রোববার (১১ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের আশেপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের ৪০টি ছাতা উপহার দিয়েছে বিসিবি। সোমবার আরও ৬০টি ছাতা বিতরণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।   

 

শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। ট্রাফিক পুলিশের সদস্যদেরও সড়ক নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশের সর্বত্র সড়কের নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

 

কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। সিগন্যাল না মানলে চালককে বাধা দিচ্ছেন। রাস্তায় শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট লেনে চলাচল নিয়ন্ত্রণ করছেন। এতে ট্রাফিক পুলিশ না থাকলেও ঢাকার রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে।

 

গত কয়েকদিন ট্রাফিকের নিয়ন্ত্রণে কাজ করা এই শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ। বিসিবিও সেই ধারাবাহিকতায় শুক্রবার খাবার বিতরণ করেছে। এবার ছাতা উপহার দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকল সংস্থাটি।