যে কারণে মানুষের হৃদয় ছুঁয়েছিলেন তিনি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৩:৪১ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার

বাংলাদেশের ব্যান্ডের গানের ইতিহাস দীর্ঘ নয়। দেশে ব্যান্ডসংগীতের চর্চা শুরু ও এর বিকাশ লাভের পর থেকে আজ পর্যন্ত যে কয়টি ব্যান্ড এবং যে কজন শিল্পী মানুষের মন ও মননে জায়গা করে নিয়েছেন, তার মধ্যে ‘এলআরবি’ ও এর ভোকাল আইয়ুব বাচ্চু অন্যতম।

বিশ্বের প্রায় সব দেশেই ব্যান্ড সংগীতের প্রধান শ্রোতা তরুণ প্রজন্ম। বাংলদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। আমাদের দেশে ব্যান্ডের গান যাত্রা করার শুরু থেকেই শিল্পীরা তরুণদের লক্ষ্য করে গান তৈরি করেছেন। তাদের মন জয় করার চেষ্টা করেছেন।

তরুণদের রুচি অনুযায়ী গান তৈরি করে বেশ কয়েকটি ব্যান্ড পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এদের তালিকার শুরুর দিকে থাকা ব্যান্ড হচ্ছে আইয়ূব বাচ্চুর এলআরবি। এটি বাংলাদেশের ব্যান্ডের ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে। আজ (১৬ আগস্ট) এলআরবির সহপ্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর জন্মদিন।

ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর গান অন্যান্য ব্যান্ড সংগীতের মতো কোনো নির্দিষ্ট শ্রোতাগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার গান ছুঁয়ে ছিল সবার হৃদয়, সব শ্রেণির শ্রোতারা তার গান পছন্দ করতেন। তার গান হয়ে উঠেছিল সার্বজনীন ব্যান্ড সংগীত।

যে কারণে মানুষের হৃদয় ছুঁয়েছিলেন তিনি

আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য ‘চলো বদলে যাই’, ‘এই রূপালি গিটার ফেলে’, ‘ফেরারি এই মনটা আমার’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘বাংলাদেশ’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘আসলে কেউ সুখী নয়’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘উড়াল দেব আকাশে’ ও ‘এক আকাশ তারা’। এখনো তার অধিকাংশ গান মানুষের মুখে মুখে ফেরে।

ব্যান্ড এলআরবি তথা আইয়ুব বাচ্চুর গান সবার হৃদয়ে জায়গা করে নেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। গানগুলোর কথা সহজবোধ্য, সুর ছিল ওয়েস্টার্ন ঘরানার সঙ্গে দেশজ মিশ্রণ। অন্যদিকে স্টেজে আইয়ূব বাচ্চুর গানের উপস্থাপনা ছিল হৃদয়গ্রাহী। তার গিটার বাজানোর দৃশ্যই সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখতো।

বাংলা সিনেমার গানে আইয়ুব বাচ্চুর গিটারের কারিশমা ঢালিউডের সিনেমাকে পৌঁছে দিয়েছিল এক নতুন উচ্চতায়। চলচ্চিত্র হচ্ছে অন্যতম সেরা ও জনপ্রিয় বিনোদনমাধ্যম। এই মাধ্যমটি থেকে প্রায় সব শ্রেণির বিনোদন পিয়াসীরা রস আস্বাদন করেন। আইয়ুব বাচ্চু এ মাধ্যমে অনেক গান গেয়েছেন। গানগুলো পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ফলে সব শ্রেণির মানুষের কাছে খুব সহজেই পৌঁছে গেছেন এ ব্যান্ড তারকা।

যে কারণে মানুষের হৃদয় ছুঁয়েছিলেন তিনি

‘লুটতরাজ’ সিনেমার আইয়ুব বাচ্চুর গাওয়া ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ বাংলা সিনেমার অন্যতম একটি জনপ্রিয় গান। এ গানের মাধ্যমে প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি। প্রথম গানেই বাজিমাত করেছেন। এ গানে তার সহশিল্পী ছিলেন কনকচাঁপা। সিনেমায় এ গানে ঠোঁট মিলিয়েছিলেন মান্না ও মৌসুমী। সেই সময়ে ‘লুটতারাজ’ সিনেমার এ গানটি উপভোগ করার জন্যই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন ব্যান্ডপ্রিয় অসংখ্য তরুণ। ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’এ গাটি জনপ্রিয়তা লাভের পর চলচ্চিত্র নির্মাতাদের পছন্দের শিল্পী হয়ে ওঠেন আইয়ুব বাচ্চু। পরে আরও কয়েকটি চলচ্চিত্রে কণ্ঠ দেন দেশের শীর্ষ এ ব্যান্ড তারকা।

বলা যায় আইয়ুব বাচ্চু যে কয়টি সিনেমার গান গেয়েছেন এর প্রায় সবগুলো জনপ্রিয় হয়েছে। তবে এর মধ্যে ‘আম্মাজান’সিনেমার ‘আম্মাজন’ গানটি ইতিহাস সৃষ্টি করেছে। তার গাওয়া সিনেমার উল্লেখযোগ্য গান হচ্ছে ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে’, ‘আরও আগে কেন তুমি এলে না’, ‘এই জগত সংসারে তুমি এমনই একজন’, ‘স্বামী আর স্ত্রী’, ‘তোমার আমার প্রেম এক জনমের নই’ও ‘ঘড়ির কাঁটা থেমে থাক’।