পরিবেশবান্ধব স্বীকৃতি পেল আরও দুটি পোশাক কারখানা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৩:৫৮ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার

দেশের তৈরি পোশাকশিল্পের আরো দুটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। প্রতিষ্ঠান দুটি হ‌লো: গাজীপুরের আশুলিয়া মোল্লা বাজা‌রের সাদাতিয়া সোয়েটারস লিমিটেড এবং শ্রীপুরের এক্সিকিউটিভ গ্রীনটেক্স লিমিটেড।

১০০টি বিশ্বসেরা পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেরই ৬০টি। ফাইল ছবি

শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

এর মাধ্যমে ১০০টি বিশ্বসেরা পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেরই ৬০টি।

বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২২৬টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৮৯টি আর লিড গোল্ড ১২৩টি।

 

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব সনদ পাওয়ার শর্ত অনুযায়ী সাদাতিয়া সোয়েটারস লিমিটেড ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ৯১। এতে কারখানাটি প্লাটিনাম সনদ পেয়েছে।

আর এক্সিকিউটিভ গ্রীনটেক্স লিমিটেড ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৯। এতে কারখানাটি গোল্ড সনদ পেয়েছে।

উল্লেখ্য, ইউএসজিবিসি ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রতিষ্ঠানকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ নম্বর রয়েছে। এর মধ্যে ৮০’র ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।