একই স্টেডিয়ামে টানা তিন দিন গান সুইফটের, সঙ্গী এড শিরান
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ০৪:২২ এএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার
প্রায় দুই দশক ধরে গাইছেন তিনি। জনপ্রিয়তা, স্বীকৃতি– কী পাননি। বলা হচ্ছে টেইলর সুইফটের কথা। গত বছরের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে নিজের ষষ্ঠ কনসার্ট ট্যুর শুরু করেছিলেন এই কণ্ঠশিল্পী। এর মধ্যেই সারাবিশ্বে ‘ইরাস ট্যুর’ একটার পর একটা রেকর্ড গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। চলতি বছরের জুনে ইরাস ট্যুরের অংশ হিসেবে প্রথম যুক্তরাজ্যে তিনটি কনসার্টে গান টেইলর।
সে সময়ই জানানো হয়েছিল, আগস্টে আরও পাঁচটি কনসার্টে গাইবেন তিনি। তারই অংশ হিসেবে গত ১৫ আগস্ট লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন সুইফট। এদিন তিনি স্টেডিয়ামে উপস্থিত ৯২ হাজার দর্শককে গানে গানে মাতিয়ে রাখেন।
দলে দলে তরুণ-তরুণী ভিড় করেছে কনসার্টে। শুধু বিলবোর্ড নয়, এদিন লন্ডনের রাস্তা, দেয়ালও হয়ে ওঠে সুইফটময়। শহর জুড়ে সুইফটের ম্যুরালসহ লন্ডন যেন পরিণত হয়েছিল ‘টেইলর’ শহরে। কনসার্টের বড় চমক ছিল সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ গায়ক এড শিরানের উপস্থিতি। মঞ্চে বন্ধুর সঙ্গে পারফর্ম করেছেন শিরানও। একই স্টেডিয়ামে টানা তিন দিন গান সুইফট।
সামনে ইরাস ট্যুরে পোল্যান্ডে যাওয়ার কথা রয়েছে টেইলরের। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে কয়েকটি শোতে অংশ নেওয়ার মধ্য দিয়ে শেষ হবে এই ট্যুর।
১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্ম টেলর সুইফটের। কিশোরী বয়সে গিটার বাজিয়ে গান গাইতেন তিনি। বাবার চাকরি সূত্রে পরে পেনসিলভানিয়া থেকে চলে আসেন কান্ট্রি মিউজিকের রাজধানীখ্যাত ন্যাশভিলে, শিল্পী হয়ে ওঠার পথ খুলে যায় সুইফটের সামনে। ২০০৬ সালে মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম ‘টেলর সুইফট’। জন্মসাল অনুসারে সুইফট নিজের পঞ্চম অ্যালবামের নাম রাখেন ‘১৯৮৯’।