ভিসাসহ পাসপোর্ট দ্রুত ফিরে পেতে ইতালি গমনেচ্ছুদের গণ-অবস্থান

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০১:৪০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

ইউরোপের উন্নত দেশ ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর দেশের হাজারো তরুণ-যুবক। এ স্বপ্ন পূরণে ভিএফএস গ্লোবালের মাধ্যমে পাসপোর্ট জমা দেন অনেকে। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও ভিসাসহ পাসপোর্ট ফেরত না পাওয়ায় ক্ষুদ্ধ তারা।

গুলশানে গণ-অবস্থান কর্মসূচি পালন করছেন ইতালি গমনেচ্ছু ভুক্তভোগীরা। 

 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে দ্রুত ভিসাসহ পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে রাজধানীর গুলশানে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজারো ভুক্তভোগী। স্লোগানে স্লোগানে বিক্ষোভও করছেন তারা।

 

ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ডকুমেন্টস ঠিক থাকার পরও কেন ভিসা দেয়া হচ্ছে না- প্রশ্ন তাদের।

 

গণ-অবস্থানের এক পর্যায়ে ভুক্তভোগীরা শাহবুদ্দিন পার্ক থেকে বের হয়ে ইতালি দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এ সময় বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা।

 

 

বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি বলছে, ইতালি যেতে চাওয়া লক্ষাধিক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আটকে আছে দেশটির দূতাবাসে। আবেদনের এক বছর বা তার বেশি সময় পরও ভিসা না পাওয়ায় তারা দেশেও কোনো কাজ করতে পারছেন না। তাই বিষয়টি দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।