ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ০১:২৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
ক্যানসারের সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছেন; সেই সঙ্গে কাজটাও থামিয়ে দেননি দেবদাস খ্যাত অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যানসার চিকিৎসার মধ্যেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন।
তাছাড়া ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসেবেও তিনি তার ভূমিকায় অব্যাহত রেখেছেন। কথা দেয়া কাজ থেকে বেরিয়ে আসার চেষ্টা তিনি করেননি।
কিরণ খের জানান, ক্যানসারের চিকিৎসা চলাকালে অবশ্য অভিনয় থেকে দূরে সরে ছিলেন।
নিজের শহর চণ্ডীগড়ে থাকার সময় ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসেবে কাজ করেছিলেন।
তিনি জানান, তিনি শোটি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কারণ সেই সময় তাকে কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছিল। তার মধ্যে তিনি ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এ তার কাজ চালিয়ে যাচ্ছিলেন কেবল মনে জোরে। কারণ তাদের বিপদে ফেলে তিনি শোটি ছেড়ে দিতে পারেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই ভয় পায় যে একদিন ক্যানসার বা সেটার মতো ভয়ঙ্কর কোনও রোগ হতে পারে। কিন্তু যখন তা ঘটে, তখন সেটা মেনে নেয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াসহ ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও অনেক বেশি কষ্টকর। বিশেষ করে প্রথম ছয় থেকে আট মাস আমার খুব কঠিন মনে হয়েছিল।’
দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। চিকিৎসা চলাকালীন সময় কিরণ সৃষ্টিকর্তার প্রতি গভীর ভাবে আস্থা রেখেছিলেন। ক্যানসারের সঙ্গে তার যুদ্ধ এখনও শেষ হয়নি। বর্তমানে তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠলেও তার চিকিৎসা এখনও চলছে।