বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে আগ্রহী পাক
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগ করতে আগ্রহী পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের নানা স্তরে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় ড. ইউনূস দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন।
সার্ককে পুনরুজ্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করে তিনি এই উদ্যোগে পাকিস্তানের সমর্থন চেয়েছেন। শাহবাজ শরিফ সার্ককে পুনরুজ্জীবিত করতে সমর্থন জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
শরিফ বলেন, 'বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলা উচিত।'
তিনি বলেন, 'আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি।'
এ সময় শাহবাজ শরিফ জানান, বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগ করতে আগ্রহী পাকিস্তান।
ড. ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন।