টি-টোয়েন্টিতে এক নতুন মুখ, ফিরলেন মিরাজ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০১:৩০ এএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রায় পুরোটাই গেছে বৃষ্টির পেটে। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ৬ অক্টোবর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করার কারণে ১৫ সদস্যের এই দলে স্বাভাবিকভাবেই নেই সাকিব আল হাসান। তার জায়গায় অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ১৪ মাস আগে। একই সঙ্গে এক নতুন মুখকেও সুযোগ দেয়া হয়েছে এই সিরিজে।

এই নতুন মুখ হলেন বাঁ-হাতি অর্থোডক্স রাকিবুল হাসান। যদিও এর আগেও তিনি দলে ডাক পেয়েছিলেন তারা। কিন্তু অভিষেক হয়নি। সে হিসেবে এখনও নতুন মুখ তিনি।

যথারীতি নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে রয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং তানজিদ হোসেন তামিমরা।

টি-টোয়েন্টিতে বাংল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।