জার্মানিতে প্রবাসীদের প্রতিবাদ সভা
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ১০:৫৪ পিএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার
জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সম্মিলিত কণ্ঠে পরিবেশন করা হয়েছে জাতীয় সংগীত এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রিত লোক সংগীত।
সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফ্রুট শহরে স্থানীয় একটি মিলনায়তনে এ প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য চেতনায় লালন করে আসা বাঙালিরা সমস্ত রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মণি, কামরুল আহসান সেলিম, হাফিজুর রহমান আলম, জাহিদুল ইসলাম পুলক, হাকিম টিটু, নজরুল ইসলাম খালেদ, আব্বাস আলি চৌধুরী, শামসুল করিম পল, নোমান হামিদ, জালাল আবেদিন, রেখা সেলিম, তাপসি রায়, লিজা নুরুদ্দিন, নাসিরুদ্দিন, জাহাংগীর হোসেন, জিল্লুর রহমান, আতিকুল হক সবুজ, কামাল ভূইয়া, মো. জালাল, কাজী আসিফ হোসেন দিপ, দেলোয়ার হোসেন জাহিদ বিপ্লব, আমানুল্লাহ ইসলাম, কায়সারুল আলম, ফিরোজ আহমেদ, আলি হোসেন, মহসিন, সোহেল, ইসমাঈল নেসার, শাহজাহান খান, বোরহান খান, অশ্রুসহ আরও অনেক।