প্লেয়ার্স ড্রাফটের আগে সব ঠিক করার আশায় ফারুক
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ১১:০৫ পিএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট-এর সময় ঘনিয়ে আসলো। আর মাত্র ৮দিন পর বিপিএল ২০২৫-এর প্লেয়ার্স ড্রাফট। দলগুলোর মালিকানায় রদবদল হয়েছে কিছু। ৪টি দলের মালিকানা আছে পুরোনদের হাতে। আর তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলই নেই। তার বদলে দল হিসেবে এসেছে রাজশাহী। তবে রাজশাহীর নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া চট্টগ্রাম ও ঢাকাও নতুন মালিকানায় চলে গেছে।
আজ শনিবার সেসব ফ্র্যাঞ্চাইজিদের সাথে একান্তে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৈঠক শেষে শনিবার পড়ন্ত বিকেলে মিডিয়ার সাথে আলাপে ফারুক জানিয়ে দিয়েছেন প্রস্তুতির ৯৫ ভাগ ঠিক হয়ে গেছে। কাজেই কিছু চ্যালেঞ্জ আছে।
তবে কোনো কোনো দলের পেমেন্ট এখনো শতভাগ হয়নি। পেমেন্টের সময় বাড়ানো হয়েছে কয়েক দফা। তবে বিসিবি প্রধানের স্বীকারোক্তি, সব দলের পেমেন্ট এখনো পরিশোধ হয়নি। এদিকে আরও একটি বিশেষ বিষয় এখনো অনির্ধারিত রয়ে গেছে।
ফারুক আহমেদ বলেন, ‘এখনও আমি বলছি ৯৫ শতাংশের মতো ঠিক হয়েছে। আপনি জানেন গত দুই মাস আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। এখনও ওটা পুরোপুরি খুব একটা বেশি বের হতে পারিনি। সেজন্য ওই চ্যালেঞ্জটা এখনও আছে। আমি বলবো না সব ঠিক হয়ে গেছে। এখনও কিছু পেমেন্ট বাকি রয়েছে। এটা আমরা কয়েকবার বাড়িয়েছি।’
বিসিবি প্রধান যোগ করেন, ‘আমাদের যেহেতু ড্রাফট ১৪ তারিখ। এটা ওখানেই রেখেছি, ওইদিনই হবে। তার আগে আশা করি সব ঠিক হয়ে যাবে।’
যেহেতু তিনটি দল নতুন। তাই, ক্রিকেটার দলে রাখা নিয়ে খানিক জটিলতা আছে। তা স্বীকার করে ফারুক বলেন, ‘যেসব খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি সাতটা টিমই থাকতো। যেহেতু সাতটা টিম নাই। চারটা টিম আছে আর তিনটা নতুন এসেছে। সেক্ষেত্রে হয় কী আপনার যারা আছে তাদের এবং যারা আসবে তাদের, ভারসম্য আনার জন্য কিছুটা এডজাস্টমেন্ট দরকার হয়।’