রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ `ব্ল্যাক মানি`

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ১১:৩১ পিএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার

চিত্রনায়ক রুবেল ও চিত্রনায়িকা পূজা চেরীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো অ্যাকশন ও ধ্রিলারধর্মী ওয়েব সিরিজ আনছেন পরিচালক রায়হান রাফি। তার পরিচালিত নতুন ওয়েব সিরিজটির নাম 'ব্ল্যাক মানি'।

বাংলাদেশের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ'র নতুন থ্রিলার ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি'। নতুন ওয়েব সিরিজটি নির্মাণ প্রসঙ্গে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল হলিডে ইন-এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজটির পরিচালক রায়হান রাফি, প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু (বঙ্গ) এবং প্রধান কলাকুশলীরা। অনুষ্ঠানটিতে তারা সিরিজটির পেছনের গল্প এবং শুটিংয়ের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।

নিজের প্রথম ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি' সম্পর্কে পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিরিজটিতে একই সাথে ড্রামা, অ্যাকশন ও কমেডি থাকবে, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি। ইতোমধ্যে প্রি- প্রোডাকশন শেষ হয়েছে। খুব শিগগিরই আমরা শুটিং শুরু করতে যাচ্ছি। আশা করছি, সিরিজটির প্রতিটি পর্ব শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখবে।’

জনপ্রিয় পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু বলেন, ‘এ ওয়েব সিরিজে আমার অভিনীত চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। আমি আশা করি দর্শকরা কাজটি পছন্দ করবেন।’

থ্রিলারধর্মী এ ওয়েব সিরিজে দেখা যাবে, হাজার কোটি কালো টাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য শহরে শুরু হয় একের পর এক খুন। খুন হন প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত কার কাছে বিশাল অংকের টাকা থেকে যাবে সে রহস্য নিয়েই ‘ব্ল্যাক মানি’-র গল্প এগিয়ে যাবে।

ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে রয়েছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, পূজা চেরি, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসানসহ আরও অনেকে।

খুব শিগগিরই দেশের বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং হবে। অ্যাকশন ও থ্রিলারধর্মী দুর্দান্ত ওয়েব সিরিজটি বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে দেখতে পারবেন দর্শক।