ভারতকে ৪৬ রানে অলআউট করার পর ব্যাটিংয়েও নিউজিল্যান্ডের দাপট
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ০২:০৩ এএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার
উড়তে থাকা ভারতকে বল হাতে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। অসাধারণ বোলিং পারফরম্যান্সের পর ব্যাট হাতেও একচ্ছত্র দাপট ছিল কিউইদের। যে উইকেটে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে ভারত, সেখানেই প্রথম দিন ৩ উইকেটে ১৮০ রান করেছে সফরকারীরা।
আলোকস্বল্পতার কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের কিছুটা আগে। তবে যে ৮১ ওভার খেলা হয়েছে তাতে একক আধিপত্য ছিল নিউজিল্যান্ডের। প্রথম দিন শেষে ৭ উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নিয়েছে টম লাথামের দল।
ব্যাটিংয়ে নেমে লাথাম এবং ডেভন কনওয়ের ব্যাটে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে দুজনে মিলে যোগ করেন ৬৭ রান। ১৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন লাথাম। দ্বিতীয় উইকেটে উইল ইয়াংকে নিয়েও বড় জুটি গড়েন কনওয়ে। দলীয় ১৪২ রানে রবীন্দ্র জাদেজাকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ৩৩ রানে ফেরেন ইয়াং।
কনওয়েকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। ১০৫ বলেই ১১ চার ও ৩ ছক্কায় ৯১ রানের ইনিংস খেলে রিভার্স সুইপ করতে গিয়ে ফিরেছেন কিউই ওপেনার। ইয়াং-কনওয়েকে হারানোর পর দিনের বাকিটা সময় পাড় করেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ২২ রানে অপরাজিত আছেন রবীন্দ্র। ১৪ রান করেছেন মিচেল।
এর আগে ব্যাটিংয়ে নেমে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে ভারত। ঘরের মাঠে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে দলটি। টেস্ট ক্রিকেটে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ঘরের মাঠে সর্বনিম্ন। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫ রান।
বৃষ্টিবিঘ্নিত বেঙ্গালুরু টেস্টে শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চাপে রাখে কিউই পেসাররা। ইনিংসের প্রথম থেকেই সাউদি-হেনরিদের বিপক্ষে রান তুলতে হিমশিম খাচ্ছিল গিল-রোহিতরা। ভারতের প্রথম উইকেটের পতন হয় ইনিংসের সপ্তম ওভারে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
মধ্যাহ্ন বিরতির আগেই ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত। এমন ঘটনা ৫৫ বছর পর দেখল ভারত। এমন লজ্জার রেকর্ড এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই করেছিল তারা। সেদিন হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। তবে এবারের নিউজিল্যান্ডের পেস ইউনিট এমন কিছু করবে তা হয়তো ভেবেও দেখেনি রোহিত শর্মারা।
বিরতির পরও উইকেট হারাতে থাকে ভারত। শেষ ১২ রানে শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ম্যাট হেনরি। কিউই এই পেসার ১৩.২ ওভারে ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তরুণ পেসার উইলিয়াম ও’রোর্ক-ও পিছিয়ে নেই। ১২ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার। আর বাকি উইকেটটি নিয়েছেন টিম সাউদি।
এদিকে ২৫ বছর পর ভারতের ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৫ জন ব্যাটসম্যান। সর্বশেষ ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫ জন আউট হয়েছিলেন শূন্য রানে।
তবে চলতি বছরের জানুয়ারিতেই কেপ টাউনে এক ইনিংসে ভারতের ৬ ব্যাটসম্যানও শূন্য রানে আউট হয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন।