শেখ ইশতিয়াক ও খালিদের গান নিয়ে ‘অনুসরণ’

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০১:১৯ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার

নন্দিত দুই কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক ও খালিদের কালজয়ী দুটি গান নিয়ে এক অভিনব আয়োজন করেছেন সংগীতায়োজক আরিফুর রহমান শান্ত। যেখানে ‘টিপ টিপ বৃষ্টি’ ও ‘সরলতার প্রতিমা’ গান দুটিকে নতুন সংগীতায়োজনের মধ্য দিয়ে সংযুক্ত করা হয়েছে। 

এতে কণ্ঠ দিয়েছেন অবসকিওর ব্যান্ডের শিল্পী সাঈদ হাসান টিপু, গীতিকবি ও শিল্পী তরুণ মুন্সী। শিরোনাম দেওয়া হয়েছে ‘অনুসরণ’। গতকাল রাতে গানটি বুম গেট মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এর স্টুডিও ভার্সন এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সংগীতায়োজক শান্ত নিজেই। 

অভিনব এই আয়োজন নিয়ে শান্ত বলেন, খালিদ ভাইয়ের আকস্মিক বিদায়ে বারবার মনে হয়েছে, তার জন্য অনেক কিছু করার ছিল, কিন্তু হয়ে উঠল না। একইভাবে টিপু ভাইকে দেখেছি, সংগীতের কোনো প্রসঙ্গ এলেই শেখ ইশতিয়াকের সৃষ্টি ও গায়কী নিয়ে স্মৃতিকাতর হতে। তাই টিপু ভাইয়ের সঙ্গে পরিকল্পনা করি, প্রয়াত এই দুই শিল্পী গানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর। সেই পরিকল্পনা থেকেই ‘অনুসরণ’ গানের সৃষ্টি। এই গানের ‘সরলতার প্রতিমা’ গানের অংশটুকুকে কণ্ঠ দিয়েছেন তরুণ মুন্সী। তাঁকে বেছে নেওয়ার কারণ ‘সরলতার প্রতিমা’ গানের কথা লেখার পাশাপাশি সুর-সংযোজনেও তাঁর ভূমিকা ছিল। পাশাপাশি শিল্পী হিসেবেও তিনি অনেকের মনে জায়গা করে নিয়েছেন। আর টিপু ভাই ‘টিপ টিপ বৃষ্টি’ গানটি গেয়েছেন শেখ ইশতিয়াকের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা থেকে। আশা করছি, এ আয়োজন অনেকের ভালো লাগবে।