পর্তুগালে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে সিরাত প্রতিযোগিতা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ১২:১৮ এএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার

শনিবার রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইয়ুথ মুসলিম কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

সংগঠনের সভাপতি আরিফ বিন জাহিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পর্তুগালের ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন সিআরসিআইপিটি-এর সভাপতি আবু নাঈম শহিদুল্লাহ, প্রবাসী বাংলাদেশি পরিচালিত মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, সেক্রেটারি সাজিদুল আলমসহ অন্যান্য কমিউনিটি নেতারা। 

বক্তারা জানান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানুষের জীবনে বাস্তবায়িত হলে সমাজ থেকে অন্যায়, জুলুম, বৈষম্য দূর করে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা পুরস্কার তুলে দেয়া হয়।