মুক্তির আগেই ‘পুষ্পা-২’র মার্কিন বক্স অফিসে দাপট

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০১:২০ এএম, ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমাটি ২০২১ সালে মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে ২০২৪ সালে মুক্তি পেতে যাচ্ছে ‘পুষ্পা ২- দ্য রুল’। মুক্তির আগেই সিনেমাটি অগ্রীম বুকিংয়ে শুধু ভারতে নয় মার্কিন বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলেছে। ইতোমধ্যেই আয় করেছে ১ লাখ ডলার। খবর : নিউজ বাইটস

পরিচালক সুকুমারের নির্মাণে এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।

জানা যায়, ‘পুষ্পা ২’ মঙ্গলবার (৫ নভেম্বর) শুধু প্রিমিয়ার ডের শোর অগ্রিম টিকিট বিক্রি করে আয় করেছে ৩ লাখ ১৫ হাজার ডলার। যা বুধবার (৬ নভেম্বর) এই সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ডলার হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত এই সিনেমার ৭২৬টি স্থানে মোট ১৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

এদিকে ভারতীয় বাজারে ‘পুষ্পা-২’ আয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই ডিস্ট্রিবিউটার অ্যানিল ঠাদানি ছবির উত্তর ভারতীয় ডিস্ট্রিবিউশন রাইটসের জন্য প্রায় ২০০ কোটি রুপি ব্যয় করেছেন। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের এমন উন্মাদনা বক্স অফিসে আয়ের দিক থেকে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখাচ্ছে। ‘পুষ্পা-২’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ৫ ডিসেম্বরে।