আফগানিস্তানের সাথে সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ০৪:১০ এএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার
নানাদিক থেকে শনির দশা পেয়ে বসেছে টিম বাংলাদেশকে। সাকিব খেলছেন না। লিটন দাস জ্বরাক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার সাথে শেষ টেস্টের পর আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন আগেই। এবার ইনজুরির শিকার হয়ে পরের ২ ম্যাচ খেলতে পারবেন না মুশফিকুর রহিমও।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মুশফিকু রহিম আফগানদের সাথে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। তার পক্ষে আগামী পরশু ৯ ও ১১ নভেম্বর শেষ দুটি ওয়ানডে খেলা সম্ভব না।
বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, গতকাল বুধবার আফগান ব্যাটিং চলাকালিন বাঁ-হাতের তর্জনী আঙ্গুলে ব্যাথা পেয়েছেন। পরে এক্সরে করে দেখা গেছে সেখানে চিড় ধরা পড়েছে। তাই মুশফিকের পক্ষে আর শেষ দুটি ওয়ানডে খেলা সম্ভব হবে না।মুশফিক কবে নাগাদ সুস্থ হতে পারেন? কী নাগাদ আবার মাঠে নামতে পারবেন? সে ব্যাপারে সরাসরি কোন মন্তব্য করেননি বিসিবি ফিজিও।