ট্রেলারে ক্যাপ্টেন আমেরিকা ও রেড হাল্কের জমজমাট লড়াই
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ১১:৩৯ পিএম, ১০ নভেম্বর ২০২৪ রোববার
ক্যাপ্টেন আমেরিকা আবারও ফিরে এসেছে! মার্ভেল তাদের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’- এর একটি নতুন ট্রেলার প্রকাশ করেছে। শনিবার ব্রাজিলে অনুষ্ঠিত প্রথম ডি২৩ ফ্যান ইভেন্টে দেখানো হয় এটি। এরপর আসে ইউটিউবে। সেটি এরইমধ্যে দর্শকের নজর কেড়েছে।
ট্রেলারে রেড হাল্কের উপস্থিতি দর্শকের হৃদয় জয় করবে, আভাস মিলেছে। প্রেসিডেন্ট রস রেড হাল্কে পরিণত হবেন। তাকে মোকাবিলা করতে দেখা যাবে ক্যাপ্টেন আমেরিকাকে। দুজনের সেই লড়াই যে বেশ জমজমাট কিছু হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
সিনেমার প্রধান চরিত্র নতুন ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসন চরিত্রে অ্যান্থনি ম্যাকি এবং নতুন ফ্যালকন জোআকিন টোরেস চরিত্রে ড্যানি রামিরেজ উপস্থিত ছিলেন ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানটিতে। ট্রেলার দেখানোর আগে দর্শকদের সঙ্গে তারা দেখাও করেন।
এই সিনেমায় রেড হাল্ক তথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থ্যাডিয়াস ‘থান্ডারবোল্ট’ রস চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। আইজায়া ব্র্যাডলি চরিত্রে কার্ল লামবলি, ইসরায়েলি নারী সুপারহিরো সাবরা চরিত্রে শিরা হাস, সাইডওয়াইন্ডার চরিত্রে জিয়ানকার্লো এসপোসিতো, বেটি রস চরিত্রে লিভ টাইলার এবং লিডার চরিত্রে অভিনয় করেছেন টিম ব্লেক নেলসন।
ক্রিস ইভান্সের চরিত্র স্টিভ রজার্স অবসর নিলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমায় স্যাম উইলসন চরিত্রে অভিনয় করা অ্যান্থনি ম্যাকি ক্যাপ্টেন আমেরিকার প্রতীকী শিল্ড পেয়েছিলেন। এন্ডগেমে স্টিভ রজার্স তার শিল্ড স্যামকে দিয়ে বলেছিলেন, তিনি অতীতে ফিরে গিয়ে পেগি কার্টারের সঙ্গে নতুন জীবন শুরু করবেন।
স্যাম প্রথমবার ক্যাপ্টেন আমেরিকার স্যুট পরেন ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ ডিসনি+ শোতে। সেখানে তিনি সেবাস্টিয়ান স্ট্যানের চরিত্র বাকি বার্নস (উইন্টার সোলজার) এর সাথে মিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেন। এই শোটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয় এবং পাঁচটি এমি মনোনয়ন পায়।
‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমায় স্যামকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। কারণ প্রেসিডেন্ট রস তাকে ইউ.এস. এজেন্ট হওয়ার প্রস্তাব দেন তখন দায়িত্ব বেড়ে যায়। স্যামকে হোয়াইট হাউসে একজন খুনিকে আটকাতে হবে। পরে দেখা যায় রেড হাল্পরুপী প্রেসিডেন্ট রসকেও মোকাবিলা করতে হয় তাকে।
এই সিনেমাটি পরিচালনা করেছেন জুলিয়াস ওনা। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।