চিরঘুমে অধিনায়ক, অমর হয়ে থাকবেন স্বাধীনতার ইতিহাসে

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ১২:৫৩ এএম, ২০ নভেম্বর ২০২৪ বুধবার

সকালে মোহামেডান ক্লাব মাঠে ও বাফুফে ভবনের সামনে জানাজা এবং ক্রীড়াঙ্গনের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মরদেহ নেওয়া হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে। সেখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর এই ফুটবলবীরের মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে দাফন করা হয়েছে বিকেল সাড়ে ৩টার দিকে।

জাকারিয়া পিন্টুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠক ও প্রতিষ্ঠান। যুব ও ক্রীড়া উপদেষ্টা ও ওই মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদ, আবাহনী সমর্থক গোষ্ঠীও শ্রদ্ধা জানিয়েছে।

এ সময় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াসহ অনেকেই শেষ বিদায় জানিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে।

জাকারিয়া পিন্টু ৮১ বছর বয়সে সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।