এবার সবচেয়ে বেশি, ২৭ কোটিতে বিক্রি হলেন রিশাভ পান্ত
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ০২:০৯ এএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার
আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো এবার ব্যাটার-বোলারের চেয়ে যেন অধিনায়কের দিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। অধিনায়ক ভালো হলে দলও ভালো করবে, এমন একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সে কারণে, গত আইপিএল বিজয়ী স্রেয়াশ আয়ারের নাম যখন নিলামে উঠলো, তখন তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছিলো বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি।
শেষ পর্যন্ত তাকে ২৬.৭৫ কোটি রুপিতে জয় করে নিতে পেরেছিলো পাঞ্জাব কিংস। এবার ভারতের আরেক স্থানীয় ক্রিকেটারকে নিয়ে নিলামে হলো তুমুল লড়াই। তিনিও অধিনায়কত্ব করার যোগ্যতা সম্পন্ন। গত আসরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। লখনৌ সুপার জায়ান্টস গত আসরে নেতৃত্বের দুর্বলতায় ভুগেছিলো।
যে কারণে এবার তারা রিশাভ পান্তকে পেতে কোমর বেধে নেমেছিলো আইপিএলের মেগা নিলামে। যার ফলে দেখা গেলো, স্রেয়াশ আয়ারের রেকর্ড ভাঙার কয়েক মিনিট পরই আইপিএলের নিলাম ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার হয়ে গেলেন রিশাভ পান্ত। লখনৌ সুপার জায়ান্টস পান্তকে কিনে নিলো ২৭কোটি রুপিতে।
রিশাভ পান্তকে বলা হয়, একের ভেতর তিন। মারকুটে ব্যাটার, দক্ষ অধিনায়ক এবং অসাধারণ একজন উইকেটরক্ষক। এ কারণে নিলামের বাজারে এত বেশি চাহিদা হলো তার।
২ কোটি ভিত্তিমূল্য থেকে শুরু হয় রিশাভ পান্তের বিডিং। শুরুই করে লখনৌ সুপার জায়ান্টস। তাদের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তাকে পেতে একের পর এক প্যাডল তুলতে থাকে এই দুই ফ্রাঞ্চাইজি। অর্থ্যাৎ ২ কোটি থেকে একলাফে ৫ কোটি এবং এরপর দেখা গেলো ১০কোটিতে পৌঁছে যেতে।
সাড়ে ১০ কোটি রুপিতে থাকা অবস্থায় লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তাদেরও একজন অধিনায়ক প্রয়োজন। এ সময় আরসিবি নিজেদের সরিয়ে নেয় লড়াই থেকে। পাঞ্জাব কিংস অবশ্য অংশই নেয়নি। কারণ, তারা এরই মধ্যে কিনে ফেলেছে স্রেয়াশ আয়ারকে।
লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ এই দুই দলের মধ্যে বিডিং চলতে চলতে শেষ পর্যন্ত স্রেয়াশ আয়ারের চেয়ে ২৫ লাখ রুপি বেশিতে বিক্রি হয়ে গেলেন রিশাভ পান্ত। গড়ে ফেললেন আইপিএল রেকর্ড।