কেন আইরিশদের হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ!

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০১:০৬ এএম, ১ ডিসেম্বর ২০২৪ রোববার

কোনো বোলার ৪ বা ৫ উইকেট পাননি। অফস্পিনার সুলতানা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন, সেটাই এ ম্যাচে বাংলাদেশ নারী দলের সেরা বোলিং। আর ওপেনার ফারজানা হক পিংকির ৮৯ বলে করা ৫০ রানও আজ শনিবার শেরে বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ স্কোর।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ (৬৩ বলে) এসেছে প্রথম ম্যাচের সেরা শারমিন সুপ্তার ব্যাট থেকে। কিন্তু ৩৯ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪০ রান করে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

যদিও ম্যাচ সেরা হয়ে বিস্মিত জ্যোতি। শনিবার ম্যাচ শেষে কথা বলতে এসে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কথা, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড।’

জ্যোতি ভেবেছিলেন ওপেনার ফারজানা হক পিংকি হবেন ম্যান অফ দ্য ম্যাচ, ‘আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন সেরা।’

তবে ম্যাচ সেরার চেয়ে দলের জয়ে অবদান রাখতে পারা এবং ম্যাচ শেষ করে ফেরাটাই তার কাছে বড়। তাই মুখে এমন কথা, ‘এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগত।’

ওমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দরকার ৬ পয়েন্ট। যার ২ পয়েন্ট অর্জিত হলো। তাতে সন্তোষ প্রকাশ করে জ্যোতি বলেন, ‘২ পয়েন্ট পাওয়া, সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি করা। পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও ২টা পয়েন্ট পেলাম। এজন্য আরও বেশি খুশি। টাইগ্রিস ক্যাপ্টেনের মাথায় এখন আরও দুই পয়েন্টের চিন্তা। আইরিশদের শেষ ম্যাচে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এক ম্যাচ জিতলেই হবে লক্ষ্য পূরণ। তাই জ্যোতির দৃষ্টি এখন সেদিকেই।

‘আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট’- এর পাশাপাশি আরও একটি টার্গেট তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশ নারী দলের অধিনায়ককে। কারন ওয়ানডেতে বাংলাদেশ কখনো কোন প্রতিষ্ঠিত দলকে হোয়াইটওয়াশ করতে পারেনি।

আগামী ২ ডিসেম্বর জিতলেই আইরিশ নারীদের ‘বাংলা ওয়াশ’ করা যাবে। প্রথম কোনো দলকে ৩ ম্যাচের সিরিজে ধবলধোলাই করার কৃতিত্ব অর্জিত হবে। ক্যাপ্টেন জোতি এখন সেটাই চান।

‘আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারিনি। কখনও কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।’

‘আমাদের মাথায় আপাতত দুই পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারি। কখনও কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেল এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।’