ষাটোর্ধ্ব প্রবাসীদের সুখবর দিলো কুয়েত
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ১২:৩৯ এএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার
ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকারের। খসড়া চূড়ান্ত হলে শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।
বর্তমানে কুয়েতে নন ডিগ্রিধারী ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন করতে প্রায় আটশো দিনার পরিশোধ করতে হয়। যা বাংলাদেশি টাকায় তিন লাখের বেশি। বিপুল পরিমাণ এই অর্থ দিতে না পেরে অনেক প্রবাসী কুয়েত ছেড়ে যেতে বাধ্য হন।
কুয়েতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাটোর্ধ্ব বয়সি অভিবাসীদের রেসিডেন্সি নবায়নে কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার। ২০২১ সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে ষাট বছরের বেশি বয়স্ক নন ডিগ্রীধারী অনেক প্রবাসী স্বাস্থ্যবীমা এবং সরকারি ফিসহ প্রতি বছরে প্রায় আটশো দিনার পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন। বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হতেন অনেকে।
দীর্ঘদিন পর ষাটোর্ধ্ব প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। তিনি বলেন, এমন অভিবাসী আছেন, যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন। দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কুয়েতের সেবা করেছেন। তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।
বাংলাদেশি প্রবাসীরা বলছেন, চাকরি করে এত দিনার যোগাড় করতে মানুষের অনেক কষ্ট হতো। যারা অনেক দিন ধরে এখানে ব্যবসা বা চাকরি করছেন যাদের বয়স ৬০ পার হয়ে গেছে, এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এর তথ্য মতে, কুয়েতে বর্তমানে বিভিন্ন দেশের ষাটোর্ধ্ব অভিবাসীদের সংখ্যা এক লাখ ২৩ হাজার। এর মধ্যে ডিগ্রিধারী অভিবাসীর সংখ্যা প্রায় ৪১ হাজার।