জুনের মধ্যেই ৬ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ১২:৪০ এএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার
আর্থিক খাত সংস্কারের জন্য দাতা সংস্থাগুলোর কাছ থেকে আগামী জুনের মধ্যেই ৬ বিলিয়ন ডলার প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার।
আর্থিক খাত সংস্কারে আগামী জুনের মধ্যেই ৬ বিলিয়ন ডলার চাইছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আর্থিকখাত সংস্কারে আইএমএফ সব ধরনের সহায়তা দেবে জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ৪.৭ বিলিয়ন ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি ১.১ বিলিয়ন ফেব্রুয়ারি-মার্চের মধ্যে চলে আসবে।
ব্যাংক খাত বিষয়ে তিনি বলেন, ডিপোজিটের যে চাপ রয়েছে তা থেকে উত্তরণে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হয়েছে। খুব দ্রুতই সেগুলো ভালো অবস্থায় ফেরত আসবে। আর আর্থিকখাত সংস্কারে এমন পদক্ষেপ নেয়া হবে যাতে আগামীর সরকার তা অনুসরণ করতে পারে।