ব্রঙ্কসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহান বিজয় দিবস উদযাপন

প্রবাস নিউজ ডেস্ক :

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৭:৪০ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার

নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করেছে ব্রঙ্কসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড।
এ উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর সোমবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক ও নিউইয়র্ক স্টেইট সিনেটর ন‍াথালিয়া ফার্নান্দেজকে সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা.মোহাম্মদ এনামুল হক এমডি। 
এ উৎসব মুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলধারার রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধি, স্হানীয় সিনিয়র বাংলাদেশী আমেরিকান নাগরিক, কবি-সাহিত্যিক,গায়ক-গায়িকাসহ শতাধিক বাংলাদেশী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেওয়ালাদ করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন। পবিত্র গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল।
অনুষ্ঠানের আহবায়ক বীর মুক্তিযাদ্ধা আবু জাফর এর সভাপতিত্বে এবং কাজী রবিউজজামান ও রেজা আব্দুলাহ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অধ‍্যক্ষ সানাউল্লাহ ও সংগীত শিল্পী রাশেদ হিরা এর নেতৃত্বে বাংলাদেশ ও  আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জাতীয় প্রয়োজনে যাদের প্রানের বিনিময় একটি পতাকা, একটি মানচিত্র, একটি স্বাধীন দেশ সে সকল বীরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক, নাথালিয়া ফার্নান্দেজ নিউ ইয়র্ক স্টেট সিনেটর, ফরিদা ইয়াছমিন সভাপতি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস ( বাফা) এবং সভাপতি ব্রঙ্কস বাংলাদেশ ওম্যান এ‍্যাসোশিয়েশন।
মোহাম্মদ আলী স্টার্লিং ফার্মেসী, রওশনারা আরা নিপা ড্রাম, মিস ডায়েন সারে মুল ধারার রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা নুর তফাদার সিইও মিলিনিয়াম টিভি, প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ সভাপতি বাংলাদেশ আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশন, হাজী আব্দুস সালাম কমান্ডার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউ.এস.এ. ইনক।
স্বাগত বক্তব্য রাখেন সদস‍্য সচিব বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান- তিনি বাংলাদেশ ও ১৬ ডিসেম্বর এর গুরুত্ব তুলে ধরেন।
এরপর সকল মুক্তিযোদ্ধাদের সম্মানে উওোরীয়, মুক্তিযোদ্ধা সংসদ এর লোগো ব‍্যাচ এবং কোট পিন বিতরণ করা হয়।

শুভেচ্ছা বক্তব্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন -সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ সাধারণ সম্পাদক, বঙ্গমাতা পরিষদ ইউ.এস.এ ইনক ও অধ‍্যক্ষ সানাউল্লাহ।
এ অনুষ্ঠানটি সার্থক করতে যারা ভুমিকা রাখেন তাদের ধন্যবাদ দেন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আগামীর সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন, শ্রদ্ধেয় বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী।
রাজনৈতিক মতাদর্শ উর্দ্ধে থেকে মহান বিজয় দিবস পালনে একমত হওয়ায় আহ্বান করেন, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ন সাহা। বৈরী আবহাওয়ায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের সার্থক ও সুন্দর বলে মন্তব্য করেন,হাজী আব্দুস শহিদ সভাপতি, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং মুলধারার রাজনীতিবিদ।

পরবর্তী প্রজন্ম প্রতি বাংলাদেশের ইতিহাস তুলে ধরে ভবিষ্যৎ আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন যথাক্রমে আব্দুল রহিম বাদশা মুলধারার রাজনীতিবিদ, এম.এ সালাম আকন্দ সভাপতি সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক্, মিয়া মোহাম্মদ দাউদ সভাপতি কুমিল্লা সোসাইটি ইনক, হাসান আলী সিনিয়র সভাপতি, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি, লোকমান হোসেন লুকু সিনিয়র সহ-সভাপতি জালালাবাদ এ‍্যাশোসিয়েন ইনক, শামিম আহমেদ সহ-সভাপতি জালালাবাদ এ‍্যাশোসিয়েন ইনক, খবির উদ্দিন ভূঁইয়া সাবেক সভাপতি কুমিল্লা সোসাইটি ইনক, ফিরোজ শরীফ মুলধারার রাজনীতিবিদ, জাকির চৌধুরী সিপিএ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা এম.এ নাসির,বীরমুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা জাহানগীর আলম, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ ভুইঁয়া, বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। 
উপস্থিত থেকে অনুষ্ঠান সার্থক ও সুন্দর করেন তোফায়েল আহম্মেদ চৌধুরী, লিয়াকত আলী কাদেরীয়া বাহিনী, ইয়াকুব আলী মিঠু স্বপ্না এন.জি.ও, সাখাওয়াত হোসেন শাপলা ওয়েলফেয়ার, মাসুদুর রহমান, সাইদুর রহমান লিংকন, এ‍ খলিলুর রহমান, কবি সুধাংশু কুমার মন্ডল, কবি আবু তাহের চৌধুরী, ননী গোপাল মল্লিক, আনোয়ারুল ইসলাম সরকার খোকন, সাইফুল ইসলাম, মোঃ আহাদ তালুকদার বাবুল, ডা: আব্দুল কাদের, মোস্তাক আহমেদ চৌধুরী সাবেক চেয়ারম্যান , শফিকুর রহমান সাবেক চেয়ারম্যান, ফারুক হোসেন, তোফাজ্জল আলী, মনসুর রহমান, ফারজানা ইয়াছমিন, মইজুর রহমান লস্কর জুয়েল, রিপন সরকার, এইচ এম মিজানুর রহমান, সৈয়দ এইচ সরোয়ার হক, এমডি তোফাজ্জল আলী, বিধান চৌধুরী, পান্না লাল সাহা, শচিন্দ্র সরকার, তপন দও, সাঈদ উদ্দিন, এমডি মালেক মোল্লা, জামাল উদ্দিন আহম্মেদ কাউছার সাবেক চেয়ারম্যান, প্রফেসর আব্দুল করিম, প্রফেসর মোস্তফা কামাল হোসেন, আবু চৌধুরী কয়সার, কাজী হাফিজুল হক, মাছুদুর রহমান, সাখাওয়াৎ হোসেন, ইব্রাহিম ইকবাল জুয়েল, তাছলিমা বেগম, ইয়ামিন খন্দকার, আশরাফুল চৌধুরী,, কর্পোরাল আব্দুল মতিন, এ‍্যাডভোকেট মোঃ কামাল হোসেন মন্ডল, মকবুল মিয়া, সেলিম রেজা, এম ডি গোলাম সলমান, মোঃ নাছির উদ্দিন, আনোয়ারুল আলম, এম.ডি আকরাম হোসেন, বদরুল হক,  শহিদুল্লাহ চৌধুরী, আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা.মোহাম্মদ এনামুল হক এমডি বলেন, প্রকৃত ইতিহাস তুলে ধরুন, যার যেটুকু অবদান তা স্বীকার করতে হবে, অনেক কস্ট করে, অনেক রক্ত, সন্মান, শ্রম, মেধার বিনিময়ে এ অর্জন, বাংলাদেশী জাতি হিসেবে যে গৌরব, তা আত্মমর্যাদা সাথে সে ইতিহাস কে তুলে ধরতে হবে। 
দেশাত্মবোধক গান পরিবেশন করেন রাশেদ হীরা, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ। অতপর দুপুরের খাবার পরিবেশন করা হয় ।
মিডিয়া সহযোগীতায় ছিলেন মিলিনিয়াম টিভি, মোঃ সাখাওয়াত হোসেন সেলিম নিউজ 24 ইউ এসএ & ইউএসএস অন লাইন ডট কম, রোকন আহমেদ, হুমায়ুন কবির।