ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের দিনব্যাপী বিজয় উৎসব পালন
প্রবাস নিউজ :
প্রবাস নিউজ
প্রকাশিত : ০৮:১৩ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ০৮:৩৫ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে নিউইয়র্ক সিটির বহুল পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ।
এ উপলক্ষে সংগঠনটি বিজয় উৎসব ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ছিলো শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা, আলোচনা, স্মৃতিচারন, সম্মাননা, এবং মুক্তিযুদ্ধের গান ও কবিতা পাঠ ও মুক্তিযুদ্ধের খন্ড নাটক।
বিকাল তিনটায় এশিয়ান ড্রাইভিং স্কুলের পাশে বাংলাদেশ ম্যুরালের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। এতে নারী, পুরুষ, শিশুসহ সব বয়সের শত শত মানুষ অংশ নেয়। লাল সবুজের পোশাকে সেজে, ব্যানার, পোষ্টার, ফেষ্টুন দিয়ে একখন্ড বাংলাদেশের মানচিত্র একে দেয়া হয় এই শোভাযাত্রায়। বিকালে শুরু হয় বাকি আয়োজন।
বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী তাজুল ইমাম। হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক পল্লব সরকারের সঞ্চালনায় ৫ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান হয়ে ওঠে উপভোগ্য। এ সময় প্রধান অতিথিকে হৃদয়ে বাংলাদেশ ও স্টেইট সিনেটর নাটালিয়া ফার্নান্দেজ এর পক্ষ থেকে এপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে দলীয় বেশ কয়েকটি দলীয় নৃত্য পরিবেশন করে আড্ডা ও মিথান ড্যান্স একাডেমির শিল্পীরা। সঙ্গীত পরিবেশ করেন শারমিন তানিয়া, তানভীর শাহিন, হৃদয়ে বাংলাদেশের সাধারন সম্পাদক সৈয়দ ফয়েজ, রেক্সোনা ও জীবন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমুউনিটি বোর্ড নাইটের প্রেসিডেন্ট এন মজুমদার, কমুনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন সোহাগ, আব্দুর রহিম বাদশা, জামাল হুসেইন, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব গোলাম রাব্বানী বেলাল প্রমুখ।
এ সময় সকল মুক্তিযোদ্ধা ও অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। তাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।