৪৫ বছরে এমন দিন দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ১০:০৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

ঘরের মাঠে টানা তিন ম্যাচে হার। ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো ম্যানচেস্টার ইউনাইটেড।

সোমবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে হেরেছে ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এদিন ঘরের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি ম্য

নিউক্যাসল বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে এবং মৌসুমের দ্বিতীয়ার্ধে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং পজিশন অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

ম্যাচের শুরু থেকেই ইউনাইটেডের রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে নিউক্যাসল। ফলস্বরূপ চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় তারা।

লুইস হলের বাম প্রান্ত থেকে দেওয়া চমৎকার পাসে আলেকজান্ডার ইসাক ছয় গজ বক্সের ভেতর থেকে ফ্রি হেডারে গোল করেন। এরপর ১৯তম মিনিটে অ্যান্থনি গর্ডনের সহায়তায় জোয়েলিনটন একটি প্রায় একই ধরনের হেডার থেকে দ্বিতীয় গোলটি করেন।

এ নিয়ে এক মাসে পাঁচটি লিগ ম্যাচে পরাজিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড, যা ১৯৬২ সালের পর প্রথমবার ঘটলো।