বিনা খরচে দেশে আসবে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ১১:৪০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৫ রোববার
জীবিকার তাগিদে মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করছেন। তাদের কেউ কেউ জীবিত দেশের মাটিতে ফিরলেও, সেই সৌভাগ্য হয় না অনেকেরই। বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে গুণতে হয় মোটা অংকের অর্থ।
মালদ্বীপের আইন অনুযায়ী কোনো বিদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে খরচ প্রতিষ্ঠানকেই বহন করতে হয়।
এ অবস্থায় বিপাকে পড়তে হয় পরিবার ও সহকর্মীদের। আবার অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে অনেকের মরদেহ মর্গেই পড়ে থাকে দিনের পর দিন। কারো কারো মরদেহ দাফন করতে হয় ভিনদেশের মাটিতেই। তবে এখন থেকে বিনা খরচে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
মালদ্বীপের আইন অনুযায়ী কোনো বিদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে খরচ প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। কিন্তু কোন ফ্রি ভিসা বা অবৈধ কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠাতে পড়তে হয় বিপাকে। নির্ভর করতে হয় এয়ারলাইন্সগুলোর ওপর।
সময়সূচির কালক্ষেপণের সঙ্গে গুনতে হয় বাড়তি খরচ, দিতে হয় মর্গে রাখার অতিরিক্ত ভাড়া। এক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি এই এয়ারলাইন্সটি বিনামূল্যে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ বহন করবে শুনে স্বস্তি জানান প্রবাসী বাংলাদেশিরা।
মালদ্বীপে প্রায় লাখের অধিক বাংলাদেশি কাজ করেন, সঙ্গে বছরজুড়েই রয়েছে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত। এক্ষেত্রে ইউএস-বাংলার পাশাপাশি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হলে আরও উপকৃত হবেন বলেও জানান প্রবাসীরা।
প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসতে পেরে খুশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষও। মালদ্বীপের ইউ-এস বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যনেজার জাহিদুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল দেশ থেকেই প্রবাসীদের মরদেহ বিনামূলে বহন করে থাকে। তারই ধারাবাহিকতায় মালদ্বী থেকে বাংলাদেশিদের যতধরনের মরদেহ যাবে ইউএস-বাংলা বহন করবে।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই সমস্যার সমাধান ও বাস্তবায়নে দেশীয় এই এয়ারলাইন্সটির গ্রাহক সেবায়, আরও জনপ্রিয়তা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।