রিয়ালের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ভিনির!
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাস নিউজ
প্রকাশিত : ১১:৫৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
![](https://www.probashnews.com/media/imgAll/2023March/vini-jr-1739021364-2502081156.jpg)
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়ারের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। এখনো সামনে আড়াই বছর থাকলেও লস ব্লাঙ্কোসরা ভিনিকে নতুন করে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে।
ওই প্রস্তাব নাকি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা প্রত্যাখ্যান করেছেন। সংবাদ মাধ্যম রেলেভো আরও জানিয়েছে, দুই সপ্তাহ আগে ভিনির সঙ্গে বৈঠকে বসেছিল রিয়াল বোর্ড। কিন্তু দুই পক্ষ কোন সিদ্ধান্তে আসতে পারেনি।
কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভিনিকে কম বেতনে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তিনি বর্তমানে লস ব্লাঙ্কোসদের থেকে ১৫ মিলিয়ন ইউরো বেতন পান। তার চেয়ে ডেভিড আলাবার বেতন ২ মিলিয়ন বেশি।
এসব কারণেই দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। ভিনির সঙ্গে চুক্তি নবায়নে রিয়ালের তোড় জোড় করার কারণ আছে। ১ বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ থাকা ভিনির জন্য সৌদি প্রো লিগের ক্লাব ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে।
যে কারণে রিয়াল মাদ্রিদ তার সঙ্গে নতুন চুক্তি নবায়ন করে ওই গুঞ্জন থামিয়ে দিতে চায়। ভিনি রিয়ালের দেওয়া চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আপাতত রিয়াল ছাড়ার ইচ্ছে নেই তারও। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, ‘রিয়ালে খুবই খুশি ভিনি।’