তবে কি অবসরে যাচ্ছেন অমিতাভ বচ্চন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ১১:৫৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন সোশাল মিডিয়ায় দারুণ সক্রিয়। দেশ-বিদেশে বিভিন্ন ঘটনা থেকে শুরু করে নিজের জীবনের অনেক মুহূর্তই তুলে ধরেন নেটদুনিয়ায়। এবার সোশাল মিডিয়ায় তার এক পোস্ট দেখে হতবাক দর্শক!

শুক্রবার রাতে এক্স প্রোফাইলে বিগ বি লিখলেন, ‘টাইম টু গো…’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এই পোস্ট দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন। কোথায় চলে যাওয়ার কথা লিখেছেন শহেনশাহ? সব ঠিক আছে তো?

বলিপাড়ার গুঞ্জন বলছে, অমিতাভ অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন। এমনকী, শোনা যাচ্ছে, শিগগিরই নাকি অবসর ঘোষণা করতে পারেন তিনি। তবে গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউ।

এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ। ব্যারিটন আওয়াজে বরাবরের মতোই মুগ্ধ করছেন অনুরাগীদের। ৮২ বছর বয়সে এসে এখনও চ্যালেঞ্জ ছুঁড়ছেন নতুন প্রজন্মকে। সেই অমিতাভই হয়তো এবার অবসরের পথে। সূত্র: টিভি নাইন বাংলা।