লিভারপুল-রিয়ালের আলো-বাতাস গায়ে লাগানো আর্জেন্টিনার

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ০২:৫৯ এএম, ১ মার্চ ২০২৫ শনিবার

লিভারপুলের পর রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দল। এরপর রাশিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, চীনসহ খেলেছেন ইউরোপ ও এশিয়ার একাধিক লিগে। আর্জেন্টিনার এমন অভিজ্ঞ ও তারকা ফুটবলার হুয়ান এদুয়ার্দো লেসকানোকে এবার দলে ভেড়ালো বসুন্ধরা কিংস।

লেসকানো সবশেষ খেলেছিলেন চাইনিজ লিগ ওয়ানের ক্লাব চঙকিং তঙলিয়াঙলংয়ে।

তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা চার বারের চ্যাম্পিয়নরা।

শুধু লেসকানোকে নন, দলের শক্তি বাড়াতে ব্রাজিলের একজন সেন্টার-ব্যাক এবং ঘানার একজন উইঙ্গারকেও দলে ভিড়িয়েছে বসুন্ধরা। একইসঙ্গে তারা দলে ভিড়িয়েছে উজবেক মিডফিল্ডার আসরর গভুরভকে।

২০২১ থেকে ২০২৪; টানা চার মৌসুমে আধিপত্য বজায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা। তবে চলতি মৌসুমে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাদের। ১০ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে অবস্থান করছে তারা। সমান ম্যাচে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৭। এখনো হাতে আছে ৮ ম্যাচ।

খারাপ সময় কাটিতে উঠতে এবার তারা আর্জেন্টিনার তারকা ফুটবলারকে এনে বাড়িয়েছে দলের শক্তি। ৩২ বছর  হুয়ান এদুয়ার্দো লেসকানো ২০১০ সালে খেলেছেন লিভারপুলের অনূর্ধ্ব-১৮ দলে। পরের বছর রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেন তিনি।

এরপর একে একে ইউরোপ ও এশিয়ার একাধিক লিগের হয়ে খেলেন আর্জেন্টিনার এ ফরোয়ার্ড। সবশেষ খেলেছিলেন চাইনিজ লিগ ওয়ানের ক্লাব চঙকিং তঙলিয়াঙলংয়ে। এরপর অবশ্য দলহীন ছিলেন তিনি। যার কারণে ফ্রি ট্রান্সফার ফিতেই তাকে দলে ভেড়াতে পেরেছে বসুন্ধরা।

সব মিলিয়ে নিজের ক্যারিয়ারে ২৪৩ ম্যাচে খেলে ৬০ গোল করেছেন লেসকানো। এখন দেখার অপেক্ষা,  আর্জেন্টিনার এ ফরোয়ার্ডকে দলে ভিড়িয়ে লিগের শীর্ষে বসুন্ধরা ফিরতে পারে কি না।