আগামী শুক্রবার ব্রঙ্কসে চালু হচ্ছে মান্নান বেকারির শাখা
প্রবাস নিউজ:
প্রবাস নিউজ
প্রকাশিত : ১০:০৯ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার | আপডেট: ১২:৪৩ এএম, ১০ মার্চ ২০২৫ সোমবার

জ্যাকসন হাইটস, জ্যামাইকাসহ নিউইয়র্ক সিটির একাধিক স্থানে ব্যাপক ব্যবসায়িক সাফল্য লাভের পর ব্রঙ্কসে চালু হচ্ছে জননন্দিত মান্নান বেকারির শাখা। আগামী ১৪ মার্চ শুক্রবার ব্রঙ্কসের বাংলাদেশী অধ্যুষিত স্টার্লিং এ উদ্বোধন হবে এ শাখার।
আজ ৭ মার্চ শুক্রবার মান্নান বেকারির শাখা পরিদর্শনে যান ব্রঙ্কসের কমুউনিটি নেতারা। তারা এ ধরনের উদ্যেগ গ্রহনের জন্য প্রতিষ্ঠানটির সিইও নকীব উদ্দিন ও
ব্রঙ্কস শাখার অংশীদার পরিচালক স্বপন তালুকদারকে বিশেষ ধন্যবাদ জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কমুউনিটি বোর্ড ৯ এর চেয়ারপারসন মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশী আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শহীদ, সিপিএ জাকির চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক এ ইসলাম মামুন, এনওয়াইপিডির লুইটেনেন্ড বিলাল উদ্দিন, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া প্রমুখ।
মান্নান বেকারির ব্রঙ্কস শাখার পরিচালনা পর্ষদের কর্মকর্তারা প্রবাস নিউজকে জানান, আমেরিকায় যেসব কুকিজ, কেক, পেষ্টিসহ বেকারি সামগ্রী পাওয়া যায় তার মধ্যে এতো বেশি চিনি ও ফ্লেভার ব্যবহার করা হয় যে, বাংলাদেশীরা তা খেতে পারেনা। মান্নান বেকারি তাই শুরু থেকেই দেশি স্বাদের বেকারি আইটেম তৈরী করে মানুষর চাহিদা পূরণ করে আসছে। সঙ্গে বেশ কিছু স্ন্যাকসও রয়েছে। এছাড়া ব্রঙ্কস শাখায় গ্রিল, বার্গারসহ বেশ কিছু আইটেম থাকবে।
উদ্বোধন উপলক্ষে পুরো রমজান মাস জুড়ে ইফতারির পরে সবার জন্য ফ্রি চা পানের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান এর কর্তৃপক্ষ।