ভিডিও দেখে ভারতের শক্তি-দুর্বলতা চিহ্নিত করছেন ক্যাবরেরা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রবাস নিউজ

প্রকাশিত : ১২:৫১ এএম, ৯ মার্চ ২০২৫ রোববার | আপডেট: ০১:০০ এএম, ৯ মার্চ ২০২৫ রোববার

সৌদি আরবের তায়েফে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উন্নত সুযোগ-সুবিধায় হ্যাভিয়ের ক্যাবরেরা তার শিষ্যদের অনুশীলন করাচ্ছেন, জিম সেশন করাচ্ছেন এবং মাঝেমধ্যে ভারতের বিভিন্ন ম্যাচে ভিডিও দেখে তাদের শক্তি ও দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেটাও দেখাচ্ছেন। সে ধারাবাহিকতায় শনিবার জামাল ভূঁইয়াদের নিয়ে দুটি ভিডিও সেশন করেছেন কোচ। ভারতের ম্যাচ কাঁটাছেড়া করেছেন। কীভাবে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, তার একটা খসড়া তৈরি করে ফেলেছেন।

সৌদি আরব থেকে পাঠানো এক ভিডিওবার্তায় বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন, ‘সৌদিতে এসে আমরা শুরুতে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপর থেকে আমরা টেকনিক্যাল দিকগুলোতে যাচ্ছি। আজকে (শনিবার) দুটি ভিডিও সেশন ছিল, সেখানে ভারতের দুর্বল দিকগুলো আমরা চিহ্নিত করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি। পাশাপাশি সামনের সেশনগুলো আসবে, ওরা যে জায়গাগুলোতে শক্তিশালী, ওই জায়গাগুলো আমরা কিভাবে প্রতিরোধ করব, সেটা নিয়ে কাজ হবে। সব মিলিয়ে প্রস্তুতি ভালো হচ্ছে। সবাই ক্রমান্বয়ে উন্নতি করছে, প্রত্যেকেই রোমাঞ্চিত ভালো কিছু দেয়ার জন্য। প্রত্যেকেই তাদের চূড়ান্ত দিচ্ছে এফোর্ট দিচ্ছে অনুশীলনে।’

ডিফেন্ডার রহমত মিয়াও তায়েফের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তিনি বলেছেন, ‘সকলে সুস্থ আছে, সবাই অনুশীলন করেছে ভালোভাবে। মাঠে এবং মাঠের বাইরে আমাদের প্রস্তুতি চলছে। আশা করছি, আমরা ভালো করব ভারতের বিপক্ষে। আমি ভিসা জটিলতার কারণে দলের সাথে সৌদি আরবে ফ্লাই করতে পারিনি। একদিন পরে এসেছি। মনে হয় না, এই একদিনের জন্য ফিটনেসে কোনো সমস্যা হবে। যখন ঢাকাতে ছিলাম, তখন রিকভারি সেশন, জিম সবকিছু করেছি।’

ম্যানেজার আমের খান বলেছেন, ‘আজ সুদানের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। সুদানের কোচ সকালে জানিয়েছেন, আজকে তারা খেলতে পারবে না ম্যাচটা। তারা পরবর্তীতে খেলবে।’