কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ

প্রবাস নিউজ ডেস্ক :

প্রবাস নিউজ

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ১৯ জুলাই ২০২৩ বুধবার

ওয়ানডে বিশ্বকাপের পরপরই তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। ডিসেম্বরের মাঝমাঝি অনুষ্ঠিত হবে সিরিজটি। 

মঙ্গলবার (১৮ জুলাই) ২০২৩-২৪ সালের ক্রিকেটের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। সে মোতাবেক তাদের ক্রিকেট মৌসুম শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি দিয়ে।

বাংলাদেশ ছাড়াও ঘরের মাঠে কিউইরা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সঙ্গেও। সেই সঙ্গে গত ৮ বছরে প্রথমবারের মতো টেস্ট সিরিজে অজিদের আতিথ্য দিতে যাচ্ছে ব্ল্যাক ক্যাপসরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ১১ দিনের বিরতিতে ঘরের মাঠে ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। ৪ ফেব্রুয়ারি দুটি টেস্টের জন্য আসবে দক্ষিণ আফ্রিকা।

২১ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের স্লট রাখা হয়েছে অজিদের জন্য। সিরিজে তিন টি-টোয়েন্টির পাশাপাশি থাকবে দুটি টেস্ট।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচের সূচি

 

প্রথম ওয়ানডে: ১৭ ডিসেম্বর , ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে: ২০ ডিসেম্বর, নেলসন
তৃতীয় ওয়ানডে: ২৩ ডিসেম্বর নেপিয়ার

 

প্রথম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ ডিসেম্বর, টাউরাঙ্গা
তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, টাউরাঙ্গা