সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
প্রবাস নিউজ :
প্রবাস নিউজ
প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বার্ষিব বনভোজন ১০ সেপ্টেম্বর রোববার বঙ্কসে অনুষ্ঠিত হয়েছে। ফেরি পয়েন্ট পার্কে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে পরে তা ইউনিয়নপোর্ট রোডের গোল্ডেন প্যালেস পার্টি হলে স্থানান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন স্হানীয় সিনিয়র বাংলাদেশী ও আমেরিকান নাগরিক বিশেষতঃ কমিউনিটি নেতৃত্বস্হানীয় ব্যক্তি, কবি, গায়ক-গায়িকা,ধর্মীয় নেতা।
পবিএ কোরআন তেওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল, বাইবেল পাঠ করেন ইসটন টিটু কুইয়া।
পরে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর সভাপতিত্বে ও লিয়াকত আলী, সুধাংশু কুমার মন্ডল ও রেজা আব্দুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম। এ সময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বনভোজন কমিটি ২০২৩ এর আহ্বায়ক ছিলেন সাইফুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ আঃ কাইয়ুম, জীবন বিশ্বাস, হুমাযুন কবির, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, তৌহিদুল ইসলাম, খবির উদ্দিন ভুঁইয়া।
উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সি, মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রন্জন কান্ত রয়, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জাহানঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবু কায়েস চিশতী, কর্পোরাল আব্দুল মতিন, কামাল উদ্দিন, আক্তারুজ্জামান হ্যাপি, বিল্লাল ইসলাম, কবি আবু তাহের চৌধুরী,সুবেদার সফিক উল্লাহ, নাসির উদ্দিন চিনু চেয়ারম্যান, শ্যামল কান্তি চন্দ, আজিজুল হক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলবোজার জামে মসজিদের সভাপতি ডাঃ আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন গ্রান্ড স্পন্সর মার্কস হোম কেয়ারের প্রেসিডেন্ট আলমাছ আলী।
সহযোগিতা করেন, ডাঃ রোমানা সবুর, এমডি বিল্লাল ইসলাম ( গোল্ডেন প্যালেস), জাকির চৌধুরী সিপিএ, সুমন চৌধুরী ( ফোন ক্লাব), কামরুল হাসান ( হাসান ট্যাক্সি সার্ভিস), স্বপন তালুকদার ( সুন্দরবন হালাল মিট ও গ্রোসারী), এমডি.এ মজিদ ( বাংলা সুইটস, স্যানাকস এন্ড ক্যাটারিং সার্ভিস), এম ডি উদবা ( ডেলিগেট সি.ডবলু. লোকাল ১১৮২), গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস, দাদা হোম কেয়ার, ফ্যামিলি ফার্মেসি,ডাঃ মোহাম্মদ এইচ উদ্দিন, ডাঃ বাবলু কুমার বসাক, ডাঃ সুজনা আহম্মেদ, ST Teach, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি ইনক, ইত্যাদি গ্রোসারী, নিরব রেস্টুরেন্ট, আল আকসা রেস্টুরেন্ট, এশিয়ান ড্রাইভিং স্কুল, জাকির চৌধুরী CPA, আহাদ আলী CPA, Starling Diagonstic, আল-আকসা রেস্টুরেন্ট, মদিনা গ্রোসারী, দাদা হোম কেয়ার, বিহঙ্গ প্রিন্ট।
বিশেষ অতিথী হিসাবে ছিলেন প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ ( চেয়ারম্যান) প্রফেসর গ্লোবাল নেটওয়ার্ক, সালেহ উদ্দিন সাল (পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি ইনক), বখতিয়ার রহমান খোকন (নিরব রেস্টুরেন্ট), আব্দুর রহিম বাদশা (কমিউনিটি এক্টিভিস্ট), জালাল চৌধুরী (এবি হোম কেয়ার), কামরুল হাসান ( হাসান ট্যাক্সি সার্ভিস), কামাল উদ্দিন ( সভাপতি) ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বিবিএ), এ্যাডঃ মিয়া জাকির ( সভাপতি) হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ, নিউ ইয়ার্ক শাখা, বীর মুক্তিযোদ্ধা নূর তফাদার (সিইও) মিলিনিয়াম টিভি, ছালে আহম্মদ মানিক (কমিউনিটি এক্টিভিস্ট)
ডাঃ আব্দুল কাদের,বিজয় কৃষ্ন সাহা,তোফায়েল আহম্মেদ ঢৌধুরী (উপদেস্ঠা) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউ ইয়ার্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক, ব্রঙ্কস।সার্জেন্ট বিলাল উদ্দিন এনওয়াইপিডি, সামাদ মিয়া জাকির (সভাপতি) বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, মিয়া মোহাম্মদ দাউদ (সভাপতি) কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক, আবুল খায়ের আকন্দ (সভাপতি) আন্তর্জাতিক বাংলাভাষা পরিষদ, যুক্তরাস্ট্র শাখা। এইচ এম মিজানুর রহমান (সাধারন সম্পাদক) কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক, মাইজুর রহমান জুয়েল ( সাধারন সম্পাদক) সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনক, সাখাওয়াত হোসেন উজ্বল ( শাপলা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েট নিউ ইর্য়াক ইনক),লিয়ন শেখ ( মেডিকেয়ার চয়েজ ), মোস্তাক আলম চৌধুরী (সাবেক ইউপি চেয়ারম্যান), আশ্রাব আলী মন্ডল (সাধারন সম্পাদক) ওয়াটসন জামে মসজিদ, মোঃ আবু তাহের (সাধারন সম্পাদক) প্যালাম বে নিউ আল মদিনা জামে মসজিদ।
নাটকের অংশবিশেষ উপস্হাপনা, কবিতা গানে অংশগ্রহনকারীদের আনন্দ মাতিয়ে রাখেন-কবি আবু তাহের চৌধুরী, এমডি সুবেদার ইব্রাহীম, আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জীবন বিশ্বাস, হীরা লাল দাস।
আপ্যায়নে ছিলেন তহিদুল ইসলাম, শামীম আহম্মেদ (জগন্নাথপুর), সেলিম রেজা, নূরুল ইসলাম মিলন, সাহিন আলম, এমডি কাইয়ুম।
উপস্হিত থেকে অনুস্ঠানকে সুন্দর ও সফল করেত সহযোগিতা করেন-সোলায়মান সরকার জীবন, শেখ জামাল হোসেন, জামাল আহম্মেদ বক্স, খলিলুর রহমান (রহমান), বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,আজিজুল হক, সুবেদার সফিক উল্লা, নাসিম উদ্দিন নাছিম, মুহাম্মদ মাসুদ কাজী, বদরুল হক, উমর খালিদ, আব্দুল মজিদ, মোহাম্মদ বাদল, আল আমিন, লুৎফুর রহমান,শহিদুল ইসলাম, এবি এম ইসলাম, ইয়াকুব আলী মিঠু, আনোয়ার হোসেন, ভবেশ রয়, মাসুক তালুকদার পান্না সাহা, পনির মালাকার, সুনিল অধিকারী, সন্তোষ মন্ডল, সাঈদ সিরাজ, নাছির উদ্দিন নাছিম, নূরুল আম্বিয়া, কাজী আজিমুল আহসান, মন্জু চকদার, এম.ডি আকরাম হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী।
অক্লান্ত পরিশ্রম করে অনুস্ঠানে সহযোগিতা করেন মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, শহিদুল্লাহ চৌধুরী, আব্দুর রহমান, মোঃ আজম খান, অটন খান।
আবহাওয়া অনুকুলে ছিল না, তবুও বৈরী আবহাওয়ায় গোল্ডেন প্যালেসে স্হান করে দেওয়ায় গোল্ডেন প্যালেসের বিলাল ইসলামকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানান হয়।সেই সাথে আয়োজক কমিটির বিচক্ষন সিদ্ধান্তের জন্য ভুয়াসি প্রশংসা করেন -শামীম আহম্মেদ (সহ-সভাপতি) বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস।
আবহাওয়ার পরিবর্তনে সাথে সাথে আপনাদের জন্য বিকল্প চিন্তা করতে হয়েছ, আমাদের পূর্ব প্রস্তুতি ছিল, আমরা পার্কে সকল ব্যবস্হা করেছিলাম, সেখানে ১২ঃ৩০ পর্যন্ত ছিলাম কিন্ত বৈরী আবহাওয়ার এখন গোল্ডেন প্যালেসে সুন্দর পরিবেশে ।যারা এখানে ত্যাগ স্বীকার করে মিলিত হয়েছেন আমরা কাছে কৃতজ্ঞ। যারা স্পন্সর করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা বৃস্টি ভিজে পার্কে ছিলেন তাদের কথা স্মরনীয় হয়ে থাকুক, আমরা সিনিয়র সেন্টার চাই, এটা প্রতিস্ঠা করতে আপনাদের সমর্থন ও সহযোগিতা একান্ত প্রয়োজন- কাজী রবি-উজ-জামান (সাধারন সম্পাদক) সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি।
এটি একটি সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক আলোচনা না করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি- হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি।
সিনিয়র নাগরিকদের সুস্বাস্হ্য কামনা করেন, মানষিক সুস্বাস্হ্যর জন্য এ ধরনের আয়োজন প্রশংসার দাবী রাখে -ডাঃ আব্দুস সবুর সভাপতি বাংলাবাজার জামে মসজিদ।
বাংলাদেশী কমিউনিটিতে সিনিয়রদের নিয়ে আলাদা ভাবে চিন্তা করা এবং জাতীয় দিবস পালন সহ সকল অনুস্ঠানে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি যে কাজ করে যাচ্ছে তার সাথে সহমত প্রকাশ করে বলেন আমরা আপনাদের পাশে আছি, সব সময় এভাবে থাকতে চাই- আল মাছ আলী, প্রেসিডেন্ট মার্কস হোম কেয়ার এবং গ্রান্ড স্পন্সর বনভোজন ২০২৩।
বৈরী আবহাওয়া সকলের স্বতস্ফুর্ত উপস্হিতি এবং ব্যক্তি প্রতিস্ঠান যারা এ আয়োজনের পিছনে সহযোগিতা করলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি- সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ,সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি।