ইউটিউবে নতুন প্রধান নির্বাহী
প্রবাস নিউজ ডেস্ক :
প্রবাস নিউজ
প্রকাশিত : ০১:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
ইউটিউবের নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। তিনি প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী সুসান ওজস্কির স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে কোম্পানির প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন নীল মোহন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবারকে সময় দিতেই ইউটিউবের দায়িত্ব ছেড়েছেন সুসান। এদিকে প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়লেও ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেটের উপদেষ্টার ভূমিকা পালন করবেন সুসান। দায়িত্ব ছাড়ার কারণ জানিয়ে সুসান ওজস্কি তাঁর ব্লগ পোস্টে লিখেছেন, জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে চাই। এখন পরিবার, স্বাস্থ্য এবং শখের প্রতি মনোযোগী হবো। তিনি নীল মোহনকে তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ইউটিউবের জনপ্রিয়তা বৃদ্ধিতে মিউজিক, প্রিমিয়াম এবং শর্টসের মতো ফিচার চালু করা হয়েছে। এটি সত্যিই অসাধারণ। মূলত সিলিকন ভ্যালিতে সুসানের বাসার গ্যারেজেই আত্মপ্রকাশ করে গুগল। সুসান ওজস্কি ১৯৯৮ সালে গুগলে বাণিজ্যিক ব্যবস্থাপক পদে যোগদান করেন। গুগলে দীর্ঘ ২৫ বছরের চাকরিজীবনে তিনি প্রথম ২০ কর্মীর অন্যতম।