ভারতের শীর্ষ পর্যায়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
(বাম দিক থেকে) অমিত শাহ, এস জয়শঙ্কর এবং অজিত দোভাল।
মঙ্গলবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সোমবার (৫ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি। বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসনের দিকেও নজর রাখছে তারা।
ভারতের লোকসভায় এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ‘বাংলাদেশে বর্তমানে প্রায় ১৯ হাজার ভারতের নাগরিক আছেন। তাদের মধ্যে ৯ হাজার শিক্ষার্থী। যদিও গত জুলাই মাসে ভারতের হাইকমিশনের পরামর্শে তাদের বড় একটি অংশ দেশে ফিরে গেছে।’
বিবৃতিতে জয়শঙ্কর আরও বলেন,
বাংলাদেশে অবস্থান করা ভারতের নাগরিকদের সঙ্গে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তার মন্ত্রণালয়। দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন,
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী ও সংস্থা উদ্যোগ নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারত এই পদক্ষেপকে স্বাগত জানায়। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা যতক্ষণ দৃশ্যমানভাবে স্বাভাবিক না হবে, ততক্ষণ গভীরভাবে উদ্বিগ্ন থাকবে নয়াদিল্লি।
উল্লেখ্য, দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা তীব্র আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করেন। পরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে যান তিনি।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত