ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবকে স্বাগত
প্রবাস নিউজ ডেস্কঃ
নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং সমাজসেবক। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০০৬ সালে, তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ড. ইউনূসের অবদানের জন্য তাকে ‘ব্যাংকার টু দ্য পুওর’ বলা হয় এবং বিশ্বব্যাপী তিনি সম্মানের সঙ্গে পরিচিত।
বর্তমান পরিস্থিতিতে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য একটি দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন। এ প্রেক্ষিতে, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে মনোনীত করার প্রস্তাবনাকে আমরা সাদুবাদ জানাই।
ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন দেশের বর্তমান সমস্যাগুলোর সমাধানে সহায়ক হতে পারে। তার দীর্ঘ অভিজ্ঞতা, নৈতিকতা এবং আন্তর্জাতিক পরিচিতি দেশের জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে, যা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
এই প্রস্তাবনার মাধ্যমে দেশের সকল স্তরের জনগণকে আহ্বান জানানো হচ্ছে যেন তারা এই উদ্যোগকে সমর্থন করেন। একসাথে কাজ করে আমরা দেশকে এই দুর্দিন থেকে উদ্ধার করতে পারি এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবো। এ বিশ্বাস দেশের সব ছাত্র সমাজ করে, এ বিশ্বাস আমি করি।
দেশের এই সংকটময় মুহূর্তে, আমাদের সবার দায়িত্ব হচ্ছে সঠিক ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতি সমর্থন জানানো, যেন আমাদের প্রিয় মাতৃভূমি শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে যেতে পারে। ড. ইউনূসের মতো একজন সম্মানিত ও অভিজ্ঞ নেতার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাবনাকে সর্বস্তরের জনগণ সমর্থন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত