আল আজহার উচ্চ মাধ্যমিকে সেরা ১০ শিক্ষার্থীর দুজন বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
জগত বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইনস্টিটিউটে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) চলতি বছর (সানাভিয়া আদবী) পরীক্ষার শীর্ষ ১০ এ রয়েছেন বাংলাদেশের দুইজন শিক্ষার্থী।
সম্প্রতি আল আজহার আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়ন কেন্দ্রের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে মেধা তালিকার ফলাফল প্রকাশ করে তাদের অভিনন্দন জানিয়েছে মিশরের গ্র্যান্ড ঈমাম শাইখুল আজহারের উপদেষ্টা ও আল আজহার আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রের প্রধান ড. নাহলা আল-সাইদি।
জানা গেছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সানাভিয়া আদবীতে (উচ্চ মাধ্যমিক) সকল বিদেশি শিক্ষার্থীদের মাঝে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী।
সেরা দশে জায়গা করে নেওয়া বাংলাদেশি দুই শিক্ষার্থীরা হলেন- নোয়াখালীর সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে ইমদাদুললাহ ফরহাদ। মেধা তালিকায় ৯১.৯৪ পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন তিনি।
৯০.৯০ পেয়ে অষ্টম স্থান অধিকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ঘাটিয়ারা গ্রামের মরহুম আবদুল খালেকের ছেলে মাহমুদ আব্বাস।
এছাড়া সেরা দশে অন্যরা হলেন যথাক্রমে, আমমার শফিক আহমাদ (ভারত), আবদুল কাদের উদ জুলাইদ (সোমালিয়া), রহিমা আব্দুর রহমান উমর (সোমালিয়া), আবুযর আজমী (ভারত), খাদিজা আগাইফা (আজারভাইজান), আব্দুল্লাহ হামিদুফ (উজবেকিস্তান), রমলাহ ইউসুফ আবদুললাহ (কেনিয়া) ও রয়িসা কামিলা (ইন্দোনেশিয়া)।
বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজার ১৫৫টি শ্রেণিকক্ষে ৩০ হাজারের বেশি শিক্ষক পাঠদান করেন। তাদের কাছ থেকে পাঠগ্রহণ করেন পাঁচ লাখের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের ২০ শতাংশ বিদেশি। বাংলাদেশসহ ১০২টি দেশের শিক্ষার্থী আল-আজহারে লেখাপড়া করছেন। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার পাঁচ শত।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত