দেশের উন্নয়নে কাজ করতে চান যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশল
প্রবাস নিউজ ডেস্কঃ
আরও বড় পরিসরে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (এএবিইএ) দ্বিবার্ষিক সম্মেলনে এই আগ্রহের কথা জানান তারা।
যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের সংগঠন এটি। সহস্রাধিক বাংলাদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দফতরে উচ্চপদে কাজ করছেন বেশ সফলতার সাথে। তবে প্রবাসে থেকেও এক মুহূর্তের জন্যও যেন ভুলছেন না প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। সুযোগ পেলেই হাত বাড়িয়ে দিচ্ছেন যেকোনো প্রয়োজনে।
ক্যালিফোর্নিয়ায় এএবিইএর তিন দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানান প্রকৌশলীরা।
এএবিইএর কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. শেখ মঈন উদ্দিন বলেন, আমাদেরকে যদি সরকার এই সুযোগটা দেয় তাহলে আমরা অবশ্যই চাইব দেশের জন্য কিছু করতে।
এএবিইএ অ্যাওয়ার্ডপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সালেহ কিবরিয়া বলেন, ‘আমরা কোনো শর্ত নিয়ে সহযোগিতা করব না। আমরা শর্ত ছাড়াই সহযোগিতা করব। ইনশায়াল্লাহ আমরা যেকোনো প্রজেক্টে বাংলাদেশে কাজ করতে প্রস্তুত।’
এ আয়োজনে আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী অভিনব উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন বদলে দিচ্ছে প্রতিনিয়ত। আগামী দশ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়ে বিজ্ঞানী কিংবা বিশেষজ্ঞদের কৌতূহলের কোন কমতি নেই।
তাদেরই একজন 'ভাইল ফার্মিয়ন' নামে এক অধরা কণার অস্তিত্ব আবিস্কারক যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক বাংলাদেশি এই গবেষক আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানালেন বিস্ময়কর তথ্য।
এএবিইএ কনভেনশনের প্রধান অতিথি ড. এম জাহিদ হাসান বলেন, আগামী ২০-৩০ বছরের মধ্যে এআই থেকে রিয়েল ইন্টেলিজেন্স মেশিন তৈরি করতে পারব। এই মেশিনগুলো হয়তো মানুষের লেভেলে সম্পূর্ণভাবে কাজ করবে না, কিন্তু কিছু মানুষের ফাংশন হয়তো করতে পারবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৫ কোটি মানুষে ডিমেনশিয়া বা স্মৃতিলোপ রোগে আক্রান্ত। বর্তমান বিশ্বের সপ্তম মৃত্যুর প্রধান কারণ এটি।
মানুষের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি ও ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়া বিলম্ব করতে ইঞ্জিনিয়ারিং তত্ত্ব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাহের সাইফ।
যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের জাতীয় কনভেনশন ও সংগঠনের ৪০ বছর পূর্তি উৎসব শেষ হয় রোববার। এবার পাঁচ বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা দেয়া হয়।
সম্মেলনের গালা নাইটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিত। অনেকটা কাকতালীয়ভাবে নিজের সংগীত জীবনের ৪০ বছর পূর্তি পালনে সুরের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত