ঢাকা, ২০২৪-০৯-২১ | ৫ আশ্বিন,  ১৪৩১

তিন বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪  

সেপ্টেম্বরের শুরুতেই বিশ্ববাজারে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম কমে দাঁড়িয়েছে ৭০ ডলার, যা বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

 

ক্রুড অয়েল প্রাইসের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় প্রতিটি খাতে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বিশেষ করে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে সাড়ে তিন শতাংশ পর্যন্ত।

 

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের বাজারভিত্তিক বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের হিসাব অনুযায়ী, তেলের দাম ৭০ ডলার থেকেও নিচে নেমে গেছে।

এদিকে তেলের দাম কমার কারণে তেল রফতানিকারক সংগঠন ওপেক জানিয়েছে, যারা সেপ্টেম্বরে এসে তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা সীমাবদ্ধ করেছে; বিশেষ করে যেখানে চীনের প্রতিদিন ৭ লাখ ব্যারেল জ্বালানি তেলের প্রয়োজন হতো- সেটি কমে হয়েছে সাড়ে ছয় লাখ।

 

অন্যদিকে জ্বালানি তেলের চাহিদা উল্লেখযোগ্য হারে কমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১ লাখ ব্যারেলের ওপরের চাহিদা কমে দেশটিতে হয়েছে ৬০ হাজার ব্যারেল।

 

সংবাদমাধ্যম আউটলুক বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শুরু থেকেই তেলের দাম পতনের দিকে ধাবিত হচ্ছে। এতে করে তেল-নির্ভর ওপেকভুক্ত দেশগুলোর কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়