নিয়ম না জানায় ভোগান্তিতে প্রবাসীরা, দূতাবাসের সহযোগিতা না পাওয়ার
প্রবাস নিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার ২০ দিন পার হলেও এখনও ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারেননি অনেক অবৈধ অভিবাসী বাংলাদেশি। কীভাবে ক্ষমার সুযোগ-সুবিধা নেবেন সে ব্যাপারেও অবগত না অনেকে। গণমাধ্যমে দুবাইয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতার কথা বললেও প্রবাসীদের মাঝে সঠিক বার্তা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ অনেকের।
সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশ মিশন দুবাইয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৮২টি ই-পাসপোর্টের আবেদন করা হয়েছে।
১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে সাধারণ ক্ষমার কার্যক্রম। এরপর ২০ দিন চলে গেলেও ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারেননি অবৈধ অভিবাসীরা। বিশেষ করে শারজাহ ও আজমানে সহজভাবে ভিসা অনুমোদন হচ্ছে না বলে জানিয়েছেন অনেক প্রবাসী।
চলতি মাসে যাদের ভিসার মেয়াদ শেষ, আমিরাতের কোনো প্রদেশ থেকে তা আর পুনঃনবায়ন করা হচ্ছে না। অপরদিকে বাংলাদেশ মিশনেও সেবা নিতে এসে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অনেকে অভিযোগ তুলেছেন।
সাধারণ ক্ষমার সেবা নিতে আসা অভিবাসীরা জানান, ১০ বছরের সাধারণ ই-পাসপোর্ট তৈরির ক্ষেত্রে ৫১০ দিরহাম চার্জ করা হলেও আবার পাসপোর্ট দ্রুত পার্সেল ডেলিভারির জন্য ২০০ দিরহাম বাড়তি নেয়া হচ্ছে আমিরাতের দুটি মিশনে।
সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার ৭৮৫ টাকা একটি পাসপোর্ট নিতে ব্যয় হয় সাধারণ প্রবাসীদের। যা বাংলাদেশের তুলনায় তিনগুণ। যেসব প্রবাসী প্রবাসে ব্যর্থ হয়ে নিঃস্ব অবস্থায় নিজ দেশের মিশনে একটি ট্রাভেল পারমিট নিতে যান তাদের কাছ থেকেও আদায় করা হয় প্রায় ৬০ দিরহামের ওপরে।
এ প্রসঙ্গে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনালে বিএম জামাল হোসেন বলেন, কর্তৃপক্ষ আমাদের আশা দিয়েছেন যে, চলতি সপ্তাহের মধ্যে বেশিরভাগ পাসপোর্টই দুবাই পৌঁছে যাবে। এরপর আমরা সেবাগ্রহীতাদের কাছে পাসপোর্ট পৌঁছে দিতে পারব।
এদিকে সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশ মিশন দুবাইয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৮২টি ই-পাসপোর্টের আবেদন করা হয়েছে। এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন করা হয়েছে ১ হাজার ২৭৪টি।
অন্যদিকে, আবুধাবি বাংলাদেশ মিশনে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৬৬টি ই-পাসপোর্ট এবং এমআরপি নবায়নের আবেদন হয়েছে ১ হাজার ৮৯৫টি।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত