ঢাকা, ২০২৪-১১-২৯ | ১৪ অগ্রাহায়ণ,  ১৪৩১

ছয় মাসে পর্যটন খাতে মালয়েশিয়ার আয় ৪৫.৪২ বিলিয়ন রিঙ্গিত

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৫১, ১ অক্টোবর ২০২৪  

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পর্যটন খাত থেকে ৪৫.৪২ বিলিয়ন রিঙ্গিত আয় করেছে মালয়েশিয়া।

চলতি বছরের প্রথম ৬ মাসে ১১ মিলিয়নেরও বেশি পর্যটক মালয়েশিয়ায় ভ্রমণে আসেন। 

ট্যুরিজম মালয়েশিয়ার পরিসংখ্যান অনুসারে,  গত বছরের একই সময়ে পর্যটন খাতে রাজস্ব আয় ছিল ৩০.১২ বিলিয়ন রিঙ্গিত। আর এই বছরের প্রথম ৬ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৪২ বিলিয়ন রিঙ্গিত। দেশটির মাথাপিছু পর্যটন ব্যয় হিসেবে এটি মালয়েশিয়ার গত পাঁচ বছরে সর্বোচ্চ।

 

চলতি বছরের প্রথম ছয় মাসে ১১ মিলিয়নেরও বেশি পর্যটক মালয়েশিয়ায় ভ্রমণে আসেন। তাদের মধ্যে যথাক্রমে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীনা, থাইল্যান্ড, ব্রুনাইয়ের নাগরিক রয়েছে প্রথম দিকে।

 

 

বিশ্বের প্রায় ৪৫টি দেশেরও বেশি পর্যটক আগমনের সুবাদে দেশটির পর্যটন খাতের আয় এখন অতীতের ৫ বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ট্যুরিজম মালয়েশিয়া।

 

প্রতি বছর বিপুল পরিমাণ বাংলাদেশি আসছেন মালয়েশিয়ায়। তাদের বড় একটি অংশ প্রবাসী শ্রমিক, যারা দেশটিতে আসছেন মূলত কর্মসংস্থানের খোঁজে। এছাড়া বাংলাদেশিরা ভ্রমণের উদ্দেশ্যে সারা বছরই দেশটিতে যাতায়াত করে থাকেন।

 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়